Honor V20 ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে Sony IMX586 সেন্সার। এটি বিশ্বের প্রথম 48MP স্মার্টফোন সেন্সার। Honor V20 ফোনের ভিতরে থাকছে Kirin 980 চিপসেট। চিনের বাইরে এই ফোনের নাম হবে Honor View 20।
Honor V20 ফোনের ডিসপ্লের মধ্যেই ছিদ্রের ভিতর থাকছে সেলফি ক্যামেরা
সোমবার হংকং এ কোম্পানির লেটেস্ট স্মার্টফোন লঞ্চ করল Honor। Honor V20 ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। পরিবর্তে ডিসপ্লের মধ্যেই ছিদ্রের ভিতর থাকছে সেলফি ক্যামেরা। সাথে থাকছে 48MP রিয়ার ক্যামেরা। একই দিনে নতুন এই ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে Samsung Galaxy A8s।
আরও পড়ুন: সম্পূর্ণ নতুন ডিজাইনের ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy A8s
Honor V20 ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে Sony IMX586 সেন্সার। এটি বিশ্বের প্রথম 48MP স্মার্টফোন সেন্সার। Honor V20 ফোনের ভিতরে থাকছে Kirin 980 চিপসেট। চিনের বাইরে এই ফোনের নাম হবে Honor View 20।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Asus ZenFone Max Pro M2 আর ZenFone Max M2
সোমবার এই ফোনের ঘোষণা করেছে চিনের স্মার্টফোন কোম্পানিটি। এখনও অফিশিয়ালি লঞ্চ হয়নি এই ফোন। আগামী 26 ডিসেম্বর বেজিং এ এক লঞ্চ ইভেন্টে Honor V20 এর দাম জানাবে Honor।
আরও পড়ুন: কবে ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পাবে Redmi Note 6 Pro?
Honor V20 ডিসপ্লের বাঁ দিকে উপরে রয়েছে একটি ছিদ্র। এই ছিদ্রের মধ্যেই রয়েছে সেলফি ক্যামেরা। 4.5 মিমি ব্যাসার্ধের এই ছিদ্রের ভিতরে থাকবে ফোনের ফ্রন্ট ক্যামেরা। Honor V20 এর পিছনে রয়েছে একটি 48MP ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে Sony IMX586 সেন্সার। Honor V20 ফোনে ব্যবহার হয়েছে 7 ন্যানোমিটার অক্টাকোর Kirin 980 চিপসেট। এই ফোনের GPU তে থাকবে টার্বো মোড।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo X200T Leak Reveals Detailed Specifications Including MediaTek Dimensity 9400+ SoC, 6,200mAh Battery