8,300mAh ব্যাটারি ও 512GB স্টোরেজের সাথে বাজার কাঁপাতে আসছে Honor X70

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 জুলাই 2025 10:01 IST
হাইলাইট
  • Honor X70 ফোনে 8,300mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং থাকবে
  • এটি 512 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করবে
  • কোম্পানি এখনও স্পেসিফিকেশন কনফার্ম করেনি

Honor X70 পূর্বসূরী Honor X60 এর তুলনায় বড় ব্যাটারি পাবে

Photo Credit: Honor

Honor X70 স্মার্টফোন 8,300mAh ব্যাটারির সাথে বাজারে আসতে চলেছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সূত্রের দাবি তেমনই। কয়েক বছর আগেও একটি সাধারণ মোবাইল ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়ার রেওয়াজ ছিল। কিন্তু গত এক-দেড় বছরে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে। বাজেট ফোনেও এখন দেখা যাচ্ছে 6,000mAh ব্যাটারি। আর মিড-রেঞ্জে নজর ঘোরালে 7,000mAh বা তার বেশি ক্ষমতার ব্যাটারির ফোনও রমরমিয়ে বিক্রি হচ্ছে। 8,300mAh ব্যাটারির সৌজন্যে এবার নতুন রেকর্ড গড়তে চলেছে Honor X70। হ্যান্ডসেটটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলেও দাবি করা হয়েছে। ফোনটিতে Snapdragon 6 Gen 4 প্রসেসর ব্যবহার হবে।

Honor X70 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার্স 

টিপস্টার বাল্ড পান্ডা চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে Honor X70 এর বিভিন্ন তথ্য ফাঁস করেছে। তার দাবি, এই ফোনে বিশাল 8,300mAh ব্যাটারি থাকবে যা 80W ফাস্ট চার্জিং সমর্থন করবে। যদি খবরটি সত্যি হয়, তাহলে 2024 সালের অক্টোবরে লঞ্চ হওয়া Honor X60 এর 5,800mAh ব্যাটারিকেও ছাপিয়ে যাবে। পূর্বসূরী মডেল শুধু 35W চার্জিং সমর্থন করে।

টিপস্টারের মতে, অনার X70 স্মার্টফোনের শুধুমাত্র 512GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হবে। হ্যান্ডসেটটির সামনে 6.79 ইঞ্চি ডিসপ্লে থাকবে যার রেজোলিউশন 1.5K হবে বলে জানা গিয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট 120 হার্টজ হওয়ার সম্ভাবনা। প্রসঙ্গত, পূর্বসূরী মডেলটি 120Hz রিফ্রেশ রেট সহ TFT LCD স্ক্রিন অফার করে।

Honor X70 এর অভ্যন্তরে Snapdragon 6 Gen 4 প্রসেসর থাকতে পারে, যেখানে বিদ্যমান X60 মডেলটি 6 ন্যানোমিটারের MediaTek Dimensity 7025 Ultra অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। এই চিপ 2.5 গিগাহার্টজের দুটি Cortex-A78 কোর এবং 2 গিগাহার্টজের ছয়টি Cortex-A55 কোর নিয়ে গঠিত। সাথে IMG BXM-8-256 জিপিইউ রয়েছে।

Honor X70 ফোনটি 7.7 মিমি পুরু এবং 193 গ্রাম ওজনের হবে বলে জানা গিয়েছে। তবে, 512 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটি 7.9 মিমি পুরু এবং 199 গ্রাম ওজনের হতে পারে। স্মার্টফোনটি সাদা, নীল, কালো এবং লাল রঙে লঞ্চ হতে পারে। তবে মনে রাখবেন, এই সমস্ত তথ্য আনঅফিসিয়াল। কোম্পানি এখনও স্মার্টফোনটির ব্যাপারে কিছু জানায়নি।

Honor X70 স্পেসিফিকেশন

Honor X70-এর পুর্বসূরী X60 স্মার্টফোনে 6.8 ইঞ্চি TFT LCD ডিসপ্লে আছে যার ব্রাইটনেস 850 নিট ও রেজোলিউশন 1080x2400 পিক্সেল। ফোনটি সর্বোচ্চ 12 জিবি RAM ও 512 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। পিছনে ফেজ ডিটেকশন অটোফোকাস (PDAF) সহ 108 মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 5W রিভার্স চার্জিং সহ 5,800mAh ব্যাটারি আছে।

 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 7025 Ultra
Front Camera 8-megapixel
Rear Camera 108-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 5800mAh
OS Android 14
Resolution 2412x1080 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Nord 5 ও Nord CE 5 ভারতে এল, 7,100mAh ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরা রয়েছে
  2. 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল Ai+ Pulse ও Nova 5G স্মার্টফোন, দাম মাত্র 4,999 টাকা
  3. Amazon Prime Day 2025 সেলে কম দামে বিক্রি হবে iPhone 15, কত টাকা ছাড় জানেন
  4. স্ক্রিনে টাচ করার দিন অতীত, মুখে বলে ছবি এডিট করার AI ফিচার Realme 15 সিরিজে
  5. 8,300mAh ব্যাটারি ও 512GB স্টোরেজের সাথে বাজার কাঁপাতে আসছে Honor X70
  6. Amazon Prime Day 2025 সেলে Samsug Galaxy S24 Ultra ফোনের দাম 55,000 টাকা কমছে
  7. এবার AI গেমিং ফোন এনে বাজার কাঁপাতে চলেছে Infinix, ফিচার্স শুনলে অবাক হবেন
  8. চাইনিজ ফোনদের ঘুম কেড়ে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও 64MP ক্যামেরার ফোন আনছে Lava
  9. Honor X9c 5G অবশেষে ভারতে লঞ্চ হল, রয়েছে 108MP ক্যামেরা ও 6,600Ah ব্যাটারি
  10. Itel City 100 মাত্র 7,599 টাকায় বাজারে এল, সাথে 2,999 টাকার স্পিকার সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.