iPhone অথবা iPad রিসেট করবেন কীভাবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 জুন 2018 16:49 IST
হাইলাইট
  • iPhone অথবা iPad কে বিদায় জানানোর সময় তার সব ডাটা ডিলিট করে দিন
  • iPhone অথবা iPad ফ্যাকট্রি রিসেট করা খুবই সহজ কাজ
  • এই কাজ করার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ ডাটার ব্যাক আপ নিয়ে রাখুন

iPhone অথবা iPad কে বিদায় জানানোর সময় তার সব ডাটা ডিলিট করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। এছাড়াও অনেক সময় ফোন স্লো হলে বা স্টোরেজ ফুল হলে আমরা ডিভাইস রিসেট করি। এছাড়াও ফোনে কোন সমস্যা দেখা দিলে তা ঠিক করার কোন উপায় খুঁজে না পেলেও আমরা iPhone অথবা iPad রিসেট করি। তবে এই উপায় ব্যবহার করার আগে জেনে রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একবার রিসেট হলে সেই ডাটা আর কোন ভাবেই ফিরে পাওয়া সম্ভব না। তাই রিসেট করার আগে গুরুত্বপূর্ণ সব ডাটা কম্পিউটারে ব্যাক আপ নিয়ে রাখা প্রয়োজন।

iPhone অথবা iPad ফ্যাকট্রি রিসেট করা খুবই সহজ কাজ। তবে এই কাজ করার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ ডাটার ব্যাক আপ নিয়ে রাখুন। একবার রিসেট করলে ডিভাইসের কোন ডাটা আর ফেরত পাওয়া যাবে না।

iPhone রিসেট করবেন কী ভাবে?

1. Settings > General > Reset এ যান।

2. এখানে ‘Erase All Content and Settings’ এ ট্যাপ করুন।

3. এরপরে সব ডাটা ব্যাক আপ নেওয়ার কথা জিজ্ঞাসা করা হবে।‘Back Up Then Erase’ এ ট্যাপ করুন।

4. ব্যাক আপ না নিতে চাইলে ‘Erase Now’ তে ট্যাপ করুন।

5. এবার আপনার পাস্কোড চাওয়া হবে। তা সঠিক ভাবে দিলেই আপনার iPhone রিসেট হয়ে যাবে।

 

আপনি যদি পুরো ফোন রিসেট না করে ডিভাইসের কিছুটা অংশ রিসেট করতে চান তাও করতে পারেন। এর জন্য Settings > General > Reset এ গিয়ে device settings, network settings, keyboard dictionary, home screen layout, and location & privacy ইত্যাদি রিসেট করার আলাদা অপশান পেয়ে যাবেন।

Advertisement

iTunes ব্যবহার করে iPhone অথবা iPad রিসেটের পদ্ধতি

আপনার ডিভাইস কেবেল দিয়ে পিসি ব্যা ম্যাকে কানেক্ট করেও রিসেট করা সম্ভব।

1. আপনার ডিভাইস পিসি বা ম্যাকে কানেক্ট করে iTunes ওপেন করুন।

2. iTunes এ ডিভাইস আইকন আসা পর্যন্ত অপেক্ষা করুন। আইকন এসে গেলে আইকনে ক্লিক করুন।

Advertisement

3. এবার ডিভাইসে পাসকোড চাইবে। পাসকোড দিয়ে দিন। এছাড়াও আপনি “Trust this computer” এ ট্যাপ করুন।

4. এবার কম্পিউটারে iTunes এ Restore iPhone এ ক্লিক করুন।

5. এরপরে ‘Restore’ বাটনে ক্লিক করে ফ্যাকট্রি রিসেট শুরু করুন।

Advertisement

For more tutorials, visit our How To section.

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, Reset iPhone, iPhone, iPad
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo আনছে Sony ক্যামেরা এবং 1.5K রেজোলিউশন ডিসপ্লের দুর্দান্ত স্মার্টফোন
  2. Realme C85 5G-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, সস্তায় 7,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে থাকবে
  3. Lava আনছে প্রিমিয়াম ফিচার্সের বাজেট 5G ফোন, লঞ্চের আগে দেখা গেল IMEI সাইটে
  4. 144Hz স্ক্রিন সহ Poco Pad X1 লঞ্চ হচ্ছে নভেম্বরে, ফিচার্স দেখলে চোখ আটকে যাবে
  5. Nothing Phone 4a ধরা পড়ল BIS সাইটে, ধামাকা নিয়ে ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে
  6. Oppo-র প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের সেল শুরু, জিরো ডাউন পেমেন্ট ও নো-কস্ট EMI অফার আছে
  7. iQOO 15 স্মার্টফোনের প্রি-বুকিং শুরু, ফ্রি ইয়ারবাডস ও দুই বছর ওয়ারেন্টি জেতার সুযোগ
  8. Google অনলাইন প্রতারণা ঠেকাতে বড় পদক্ষেপ নিল, রক্ষাকর্তা কৃত্রিম বুদ্ধিমত্তা
  9. Google প্রকাশ করল 2025 সালের দেশের সেরা অ্যাপ ও গেমের তালিকা, নাম দেখলে চমকে যাবেন
  10. Realme GT 8 Pro দেশে 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ফিচার তাক লাগাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.