গত সপ্তাহে ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল HTC। জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল কোম্পানির Desire 12 আর Desire 12+। এবার বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করল HTC। দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন HTC Wildfire X। এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ফোন কেনার ছয় মাসের মধ্যে ফোন দুর্ঘটনা বা তরল পদার্থে ফোন খারাপ হলে কোন প্রশ্ন না করেই ফোন বদলে দেবে তাইওয়ানের কোম্পানিটি। বৃহস্পতিবার ভারতে বিক্রি শুরু হচ্ছে নতুন HTC Wildfire X।
3GB RAM + 32GB স্টোরেজে HTC Wildfire X এর দাম 9,999 টাকা। 4GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 12,999 টাকা খরচ হবে। নীল রঙে পাওয়া যাবে Wildfire X। আজ Flipkart এ শুরু হবে বিক্রি শুরু হচ্ছে এই ফোন। বৃহস্পতিবার দুপুর 12 টায় বিক্রি শুরু হবে HTC Wildfire X।
লঞ্চ অফারে Vodafone Idea গ্রাহকরা 3,750 টাকার কুপন পাবেন। সাথে 18 মাসের জন্য থাকছে দিনে 500 MB ডেটা। 75 টাকার মোট 50 টি কুপন দেবে অপারেটর। My Vodafone অথবা My Idea অ্যাপ থেকে 255 টাকা রিচার্জ করলে এই কুপন পাওয়া যাবে।
ডুয়াল সিম HTC Wildfire X ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টাকোর প্রসেসর 4GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Wildfire X ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল আর একটি 5 মেগাপিক্সেল সেন্সর। ফোনের পিছনে থাকছে ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে তাইওয়ানের কোম্পানিটি।
কানেক্টিভিটির জন্য HTC Wildfire X ফোনে থাকছে HTC Wildfire X ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 3,300 mAh ব্যাটারি আর 10W চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন