কোম্পানির বিভিন্ন ফোনে লেটেস্ট EMUI 9.0 পাঠানোর কথা ঘোষণা করল Huawei। কোম্পানির 9 টি মডেলে আগামী 10 নভেম্বর থেকে EMUI 9.0 আপডেট পৌঁছাতে শুরু করবে। Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে ডিজাইন করা হয়েছে EMUI 9.0। নতুন EMUI 9.0 তে থাকছে GPU Turbo 2.0, HiVision ভিসুয়াল সার্চ, পাসওয়ার্ড ভল্ট, ডিজিটাল ব্যালেন্স ড্যাশবোর্ডের মতো আকর্ষনীয় সব ফিচার। EMUI 9.0 তে থাকছে আর্টিফিশিয়ান ইন্টিলিজেন্সের মাধ্যমে গ্রাহকের ফোন ব্যবহার বুঝে নেওয়া ক্ষমতা। গ্রাহকের ফোন ব্যবহার অনুযায়ী ফোনকে আরও ফাস্ট করে তুলবে EMUI 9.0 এর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স।
সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল EMUI 9.0। ইতিমিধ্যেই Huawei Mate 10, Mate 10 Pro, P20, P20 Pro, Honor 10 আর Honor Play ফোনে EMUI 9.0 বিটা ভার্সান ব্যবহার করা যায়। এছাড়াও Huawei Mate 20, Mate 20 Pro, Mate 20 X, Huawei Mate 20 RS Porsche Design আর Honor Magic 2 ফোন লঞ্চের সময় EMUI 9.0 প্রি-ইনস্টলড ছিল।
EMUI 9.0 এর GPU Turbo 2.0 ফিচারে কম পাওয়ার ব্যবহার করে আগের থেকে ভালো পারফর্মেন্স পাওয়া যাবে। গেম খেলার সময় নোটিফিকেশানের হাত থেকে বাঁচতে থাকছে আলাদা গেমিং মোড। EMUI 9.0 এর HiVision প্রযুক্তি ক্যামেরার মাধ্যমে যে কোন গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক চিনে নিতে পারবে। এছাড়াও জনপ্রিয় ছবি ও চারপাশের বিভিন্ন জিনিস চেনা যাবে।
এর সাথেই EMUI 9.0 এ যোগ হয়েছে নতুন পাসওয়ার্ড ভল্ট। এই ফিচারে একাধিক পার্ভিসে ফিঙ্গারপ্রিউন্টকে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করা যাবে। গ্রাহক কত সময় ফোন ব্যবহার করলেন তা জানা যাবে ডিজটাল ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন