Huawei Mate 20 X 5G তে থাকছে একটি 7.2 ইঞ্চি OLED FHD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে রয়েছে একটি Kirin 980 চিপসেট। এই ফোনের ভিতরে থাকছে একটি বিশাল 5,000 mAh ব্যাটারি 40W ফাস্ট চার্জ সাপোর্ট।
Photo Credit: GSMArena
আপাতত শুধুমাত্র ইংল্যান্ডে বিক্রি হবে Huawei Mate 20 X 5G
লঞ্চ হল Huawei Mate 20 X 5G। এটা গত বছর লঞ্চ হওয়া Huawei Mate 20 X ফোনের 5G ভেরিয়েন্ট এই ফোন। বিশ্বব্যাপী এই ফোন লঞ্চ হলেও আপাতত শুধুমাত্র ইংল্যান্ডে এই ফোনের দাম প্রকাশ করেছে Huawei। নতুন ফোনে 5G নেটওয়ার্ক সাপোর্টের সাথেই যোগ হয়েছে 40W ফাস্ট চার্জ সাপোর্ট।
ইংল্যান্ডে Huawei Mate 20 X 5G এর দাম 999 পাউন্ড (প্রায় 89,500 টাকা)। জুন মাস থেকে ইংল্যান্ডের সব জনপ্রিয় নেটওয়ার্কের কাছে বিক্রি হবে এই স্মার্টফোন। এছাড়াও কয়েকটি রিটেল চেন থেকে কেনা যাবে Huawei Mate 20 X 5G। এছাড়াও শিঘ্রই ইংল্যান্ডে লঞ্চ হবে কোম্পানির ফোল্ডেবেল স্মার্টফোন Huawei Mate X। কবে এই ফোন লঞ্চ হবে তা জানা যায়নি।
Huawei Mate 20 X 5G তে থাকছে একটি 7.2 ইঞ্চি OLED FHD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে রয়েছে একটি Kirin 980 চিপসেট। এই ফোনের ভিতরে থাকছে একটি বিশাল 5,000 mAh ব্যাটারি 40W ফাস্ট চার্জ সাপোর্ট। এছাড়াও রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Fact Check: Is Microsoft Really Planning to Rewrite Windows 11 in Rust Using AI?