Huawei Y9 (2019) এর প্রধান আকর্ষণ ফোনের পিছনে টেক্সচার লেদার ফিনিশ ডিজাইন। বাদামি ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্ট ফোন। ডুয়াল সিম Huawei Y6 (2019) ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন।
Huawei Y6 (2019) ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন
লঞ্চ হল Huawei Y6 Pro (2019)। এই ফোন এর পেছনে রয়েছে লেদার ফিনিশ। ফোনের সামনে রয়েছে ছোট ডিসপ্লে নচ। কোম্পানি নতুন ডিসপ্লের নাম রেখেছে ফুল ভিউ ‘ডিউ ড্রপ ডিসপ্লে' প্যানেল। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে Y6 (2019) লঞ্চ করেছে Huawei। কম আলোতে এই ফোনের ফেস আনলক দারুন কাজ করবে। Y6 (2019) ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন।
Huawei Y9 (2019) এর প্রধান আকর্ষণ ফোনের পিছনে টেক্সচার লেদার ফিনিশ ডিজাইন। বাদামি ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্ট ফোন।
ডুয়াল সিম Huawei Y6 (2019) ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.09 ইঞ্চি HD+ (720x1520 পিক্সেল) ফুল ভিউ ডিউ ড্রপ ডিসপ্লে প্যানেল। ফোনের ভেতরে থাকছে MediaTek Helio A22 চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ। তবে এই ফোনে কি প্রসেসর ব্যবহার হয়েছে তা জানা যায়নি।
ছবি তোলার জন্য Y6 (2019) ফোনে থাকছে একটি 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ক্যামেরা ব্যবহার করেই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে। সেলফি ক্যামেরা সাথেই থাকবে একটি ফ্ল্যাশ।
কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, GPS, Glonass, BDS, Bluetooth, Micro USB, Wi-Fi Direct আর Wi-Fi Hot Spot। Y6 (2019) ফোনের ভিতরে একটি 3,020mAh ব্যাটারি ব্যবহার করেছে Huawei। এই ফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট পাওয়ার ম্যানেজমেন্ট টেকনোলজি ভালো ব্যাটারি ব্যাকআপ দেবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nothing Phone 3a Lite Launch Date Confirmed: See Expected Specifications, Price
Lava Shark 2 4G Launched in India With 5,000mAh Battery, 50-Megapixel Rear Camera: Price, Specifications