Huawei Y7 Pro (2019) ফোনের দাম 39,90,000 ভিয়েতনামি ডং (প্রায় 11,900 টাকা)। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই ভিয়েতনামে এই স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে।
Huawei Y7 Pro (2019) ফোনে থাকছে ওয়াটারড্রপ নচ, ডুয়াল রিয়ার ক্যামেরা, ফেস আনলক, 4,000 mAh ব্যাটারি
Huawei Y7 (2019) ফোনের ছবি ইন্টারনেটে ফাঁস হওয়ার কয়েক দিনের মধ্যেই লঞ্চ হল Huawei Y7 Pro (2019)। ভিয়েতনামে এই ফোন লঞ্চ করেছে Huawei। Huawei Y7 Pro (2019) ফোনে থাকছে ওয়াটারড্রপ নচ, ডুয়াল রিয়ার ক্যামেরা, ফেস আনলক, 4,000 mAh ব্যাটারি সহ একাধিক একর্ষনীয় ফিচার।
আরও পড়ুন: Xiaomi কে বাজিমাত করতে পারবে নতুন Huawei P Smart?
Huawei Y7 Pro (2019) ফোনের দাম 39,90,000 ভিয়েতনামি ডং (প্রায় 11,900 টাকা)। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই ভিয়েতনামে এই স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে। আগামী 6 জানুয়ারির আগে এই ফোন কিনলে একটি Bluetooth স্পিকার সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।
আরও পড়ুন: Asus ZenFone Max Pro M2 ফোনে পৌঁছাল বিশেষ সফটওয়্যার আপডেট
Huawei Y7 Pro (2019) ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন। এই ফোনে থাকবে 6.26 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট্ট নচ। Huawei Y7 Pro (2019) এর ভিতরে থাকবে Snapdragon 450 চিপসেট 3GB RAM আর 32GB স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
ছবি তোলার জন্য Huawei Y7 Pro (2019) ফোনে থাকছে 13MP+2MP ডুয়াল ক্যামেরা সেট আপ। ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে। ফোনের সামনে রয়েছে একটি 16MP ক্যামেরা।
Huawei Y7 Pro (2019) তে রয়েছে 4,000 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS সহ সব ফিচার। ফোনের ওজন 168 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Shambala Now Streaming Online: What You Need to Know About Aadi Saikumar Starrer Movie
Microsoft CEO Satya Nadella Says AI’s Real Test Is Whether It Reaches Beyond Big Tech: Report