পুরো দমে শুরু হয়ে গিয়েছে Flipkart ও Amazon সেল শুরু হয়ে গিয়েছে। স্মার্টফোন, ল্যাপটপ সহ স ধরনের গ্যাজেট ও ইলেকট্রনিক ডিভাইসে বিশাল ছাড় দিচ্ছে এই দুই ই-কমার্স ওয়েবসাইট। সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়ে এই পাঁচ দিনে ভারতে মোট 1 বিলিয়ান মার্কিন ডলার (প্রায় 7,400 কোটি টাকা) মূল্যের স্মার্টফোন বিক্রি হবে।
সামনেই সারা দেশ জুড়ে শুরু হতে চলেছে একের পর এক উৎসব। তাই অক্টোবর মাসে সব সময় স্মার্টফোনের চাহিদা বেশি থাকে। তবে এই বছর অন্য সব বছরের রেকর্ড ছাপিয়ে অনলাইনে 42 শতাংশ স্মার্টফোন বিক্রি হতে চলেছে।
“উৎসবের মরশুমে অফলাইন সেলের থেকে অনলাইন সেলে বিক্রি বৃদ্ধির পরিমান বাড়বে।” বলে জানিয়েছে গবেষক অংশিকা জৈন।
ভারতে মোট অনলাইন ফোন বিক্রির 90 শতাংশ বিক্রি হবে Flipkart ও Amazon থেকে। অক্টোবর মাসে এই দুই ই-কমার্স সাইট স্মার্টফোনে বিশাল অফার নিয়ে এসেছে।
অনলাইনে স্মার্টফোন বিক্রিতে এক নম্বর স্থান ধরে রাখনে চলেছে Xiaomi। এই সময়ে অনলাইনে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের 50 শতাংশ বাজার দখল করবে চিনের কোম্পানিটি। যদিও এই বছর Realme, Honor, Asus, Nokia আর Motorolar সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন