ভারতে লঞ্চ হল Infinix Hot S3X। বৃহস্পতিবার ভারতে এই স্মার্টফোন লঞ্চ করেছে Infinix। এই বছরের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Infinix Hot S3। সেই ফোনের উত্তরসূরি Hot S3X। নতুন এই ফোনে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা আর ডিসপ্লের উপরে কালো নচ। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে নতুন Infinix Hot S3X। আগামী মাসে শুরু হবে Flipkart এর সবথেকে বড় দীপাবলী সেল। সেই সময় এই ফোন বিক্রি শুরু হবে।
ভারতে Infinix Hot S3X এর দাম 9,999 টাকা। শুধুমাত্র 3GB RAM আর 32GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। আগামী 1 নভেম্বর Flipkart থেকে “Big Diwali Sale” এর সময় পাওয়া যাবে Hot S3X। তিনটি আলাদা কালার ভেরিয়েন্টে Hot S3X বিক্রি করবে Infinix।
ডূয়াল সিম Infinix Hot S3X তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 430 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Infinix Hot S3X তে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরা থাকবে একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2MP ডেপ্ত সেন্সিং সেন্সার। ফোনের সামনে রয়েছে একটি 16শঝ সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Infinix Hot S3X তে রয়েছে Wi-Fi, Bluetooth v4.2, GPS, একটি Micro-USB পোর্ট সাথে OTG সাপোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন