10 সেপ্টেম্বর নতুন iPhone লঞ্চ করতে চলেছে Apple। Youtube থেকে iPhone 11 লঞ্চ ইভেন্ট সরাসরি সম্প্রচার করবে Apple। এতদিন শুধুমাত্র Apple ওয়েবসাইট থেকেই যে কোন লঞ্চ ইভেন্ট সম্প্রচার করত কুপার্টিনোর কোম্পানিটি। এই প্রথম YouTube এ Apple লঞ্চ ইভেন্ট সরাসরি সম্প্রচার হবে। তবে 10 সেপ্টেম্বর লঞ্চ হওয়া ফোনগুলিতে 5G সাপোর্ট থাকবে না। 2020 সালের iPhone মডেলে প্রথম 5G সাপোর্ট দেখা যাবে। এর সাথেই 2020 সালের iPhone সম্পূর্ণ নতুন ভাবে ডিজাইন করবে Apple। অন্যদিকে iPhone 11 সিরিজে iPhone X আর iPhone XS সিরিজের ডিজাইন দেখা যাবে।
Apple এর অফিশিয়াল YouTube চ্যানেল থেকে 10 সেপ্টেম্বর iPhone 11 লঞ্চ সরাসরি দেখা যাবে। 2018 সালে ট্যুইটারে iPhone লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা গিয়েছিল। 10 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ায় স্থানীয় সময় সকাল 10 টায় Apple লঞ্চ ইভেন্ট শুরু হবে। YouTube অ্যাপ ও ওয়েবসাইট থেকে এই লাইভ স্ট্রিম দেখা যাবে।
2019 সালে iPhone 11 সিরিজে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Apple। তিন ফোনের ভিতরে থাকবে লেটেস্ট A13 চিপ। তিনটি স্মার্টফোনের মধ্যে দুটি ফোনে OLED ডিসপ্লে থাকছে আর একটি ফোনে থাকবে LCD ডিসপ্লে। তবে 2019 সালের iPhone মডেলে 5G সাপোর্ট থাকার সম্ভাবনা কম।
সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে 2019 সালে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে iPhone। এই ফোনগুলি হল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Max। 2018 সালে লঞ্চ হওয়া iPhone XR এর মতোই iPhone 11 এ থাকতে পারে 6.1 ইঞ্চি এলসিডি ডিসপ্লে। iPhnone 11 Pro আর iPhone 11 Max ফোনে থাকতে পারে যথাক্রমে 5.8 ইঞ্চি আর 6.5 ইঞ্চি ডিসপ্লে।
2019 সালের তিনটি iPhone এ একাধিক ক্যামেরা থাকবে। iPhone 11 ফোনে থাকতে পারে দুটি ক্যামেরা। অন্যদিকে iPhone 11 Pro আর iPhone 11 Max ফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকতে পারে।
তবে তিনটি ফোনের ভিতরে একই প্রসেসর ব্যবহার করতে পারে Apple। 2019 সালে A13 চিপ ডিজাইন করছে Apple। iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Max ফোনের ভিতরে এই প্রসেসর ব্যবহার হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন