iPhone 17 Pro ও iPhone 17 Pro Max ভেপার চেম্বার কুলিং সিস্টেম সহ এসেছে
Photo Credit: Apple
iPhone 17 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার Apple-এর 'Awe Dropping' ইভেন্টে লঞ্চ হয়েছে। স্ট্যান্ডার্ড iPhone 17 বা আলট্রা স্লিম iPhone Air এর উপস্থিতির মাঝেও iPhone 17 Pro ও iPhone 17 Pro Max যেন সব আকর্ষণ টেনে নিল। আর তার জন্য অবাক হওয়ার কোনও কারণ নেই। অনেক বছর পর অ্যাপল তাদের প্রো মডেলের ডিজাইন পরিবর্তন করেছে। iPhone 17 Pro সিরিজ কোম্পানির প্রথম মডেল যার পিছনের তিনটি ক্যামেরাই 48 মেগাপিক্সেলের। তাপ অপসারণের জন্য উভয় স্মার্টফোনে নতুন ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। তাছাড়া, iPhone 17 Pro Max প্রথম আইফোন যা 5,000mAh-এর বেশি ক্ষমতার ব্যাটারির সঙ্গে এসেছে বলে জানা গিয়েছে।
iPhone 17 Pro ও iPhone 17 Pro Max ভারতে যথাক্রমে 1,34,900 টাকা ও 1,49,900 টাকায় লঞ্চ হয়েছে। এটি 256 জিবি স্টোরেজের বেস ভেরিয়েন্টের দাম। অর্থাৎ, গোটা iPhone 17 সিরিজের বেস স্টোরেজ 128 জিবি থেকে বেড়ে 256 জিবি হয়েছে। প্রো ও প্রো ম্যাক্স উভয় কসমিক অরেঞ্জ, ডিপ ব্লু, ও সিলভার কালার অপশনে পাওয়া যাবে। অগ্রিম অর্ডার সেপ্টেম্বর 12 থেকে শুরু হচ্ছে এবং ডেলিভারি সেপ্টেম্বর 19 থেকে চালু হবে।
iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max যথাক্রমে 6.3 ইঞ্চি ও 6.9 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে এসেছে। উভয় মডেলেই 3,000 নিট পিক ব্রাইটনেস এবং 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সহ LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট প্রতিরোধী ওলিওফোবিক কোটিং, ও অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং অফার আছে। আবার সেরামিক শিল্ড 2 স্ক্র্যাচ থেকে তিন গুণ বেশি সুরক্ষা দেয়। ফোনটিতে IP68 রেটিং থাকার ফলে ভিতরে জল বা ধুলো ঢুকতে পারবে না।
আইফোন 17 প্রো এবং আইফোন 17 প্রো ম্যাক্স এর মূল আকর্ষণ ক্যামেরা সিস্টেম। দুই মডেলেই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে f/1.6 অ্যাপারচার এবং দ্বিতীয় প্রজন্মের সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা বর্তমান। এই প্রথম কোনও আইফোনের সমস্ত ব্যাক ক্যামেরা একই 48 মেগাপিক্সেল রেজোলিউশন অফার করছে।
iPhone 17 Pro সিরিজের টেলিফটো ক্যামেরা পূর্ববর্তী প্রজন্মের 12 মেগাপিক্সেল লেন্সের তুলনায় সবচেয়ে বড় আপগ্রেড পেয়েছে। সংস্থা বলছে, এটি 56 শতাংশ বড় এবং 8x অপটিক্যাল জুম ও 40 ডিজিটাল জুম অফার করে। সামনের দিকে, একটি 18 মেগাপিক্সেল ক্যামেরা সেলফি ক্যামেরা আছে। এটি অ্যাপলের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ, যেখানে ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই বিশেষ লিকুইড কুলিং প্রযুক্তি প্রসেসর বা গরম হওয়া যন্ত্রাংশ থেকে তাপ শোষণ করে আইফোনকে দ্রুত ঠান্ডা করতে সাহায্য করবে। এর ফলে ফোন দীর্ঘ সময় ধরে স্থিতিশীল পারফরম্যান্স দিতে সক্ষম হবে।
iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max চলে A19 Pro প্রসেসর ও iOS 26 সফটওয়্যারে। হেক্সা-কোর চিপ আগের জেনারেশনের তুলনায় 40 শতাংশ বেশি পারফরম্যান্স দিতে সক্ষম। ইউনিবডি ডিজাইনের কারণে iPhone 17 Pro মডেলগুলিতে আরও বড় ব্যাটারি রাখা সম্ভব হয়েছে। অ্যাপল দাবি করেছে, iPhone 17 Pro Max মডেলে "আইফোনের মধ্যে সর্বকালের সেরা ব্যাটারি লাইফ" রয়েছে। এটি 5,000mAh ক্যাপাসিটির একটু বেশি ব্যাটারি পেয়েছে বলে খবর আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.