iQOO 13 স্মার্টফোনে 4,500 নিট পিক ব্রাইটনেসের ডিসপ্লে আছে
iQOO 13 লঞ্চ হওয়ার এক বছরের মাথায় iQOO 15 বাজারে আসতে চলেছে। আইকু-র আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। ফোনটি 7,000mAh বা তার বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, হাই-এন্ড Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, এবং মার্কেটের সবথেকে বড় 8K ভেপার চেম্পার (VC) কুলিং সিস্টেমের সঙ্গে অক্টোবর মাসে লঞ্চ হবে। কিন্তু তার আগেই, এখন সংস্থাটির এক কর্তা হ্যান্ডসেটটির আরও কিছু ডিটেলস প্রকাশ করেছেন। iQOO 13 এর লাইভ ছবিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে iPhone 17 Pro Max-এর মতো অ্যান্টি-রিফ্লেকশন স্ক্রিন কোটিং থাকবে বলে জানা গিয়েছে।
আইকুর প্রোডাক্ট ম্যানেজার গ্যালান্ট ভি ওয়েইবো পোস্ট মারফত জানিয়েছেন, iQOO 15 স্মার্টফোনে 2K Samsung Everest AMOLED ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হবে, যা NB Plus নামেও পরিচিত। নতুন স্ক্রিনটি আরও বেশি উজ্জ্বলতা, সঠিক রঙ প্রদর্শন, এবং উচ্চ কনট্রাস্ট অফার করবে। স্ক্রিনে আলোর প্রতিফলনও কম হবে। ফোনটি সর্বোচ্চ 6,000 নিট ব্রাইটনেস সাপোর্ট করবে।
iQOO 15 স্মার্টফোনে অ্যাপলের নতুন iPhone 17 Pro Max-এর মতোই অ্যান্টি-রিফ্লেকশন কোটিং থাকবে, যা আলোর প্রতিফলন কমাবে। সংস্থার ওই আধিকারিক আরও জানিয়েছেন, ফোনটি Qualcomm-এর আসন্ন Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে চলবে। এতে বাজারের সবচেয়ে বড় 8K ভেপার চেম্বার কুলিং সিস্টেম মিলবে।
iQOO তাদের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইনে পরিবর্তন আনতে পারে। অনলাইনে প্রকাশিত লাইভ ছবিতে পিছনের প্যানেল দেখা যাচ্ছে। ফোনটিতে লাল-সাদা গ্রেডিয়েন্ট ফিনিশ ও কার্ভড এজ আছে। ফাঁস হওয়া ছবি থেকে এর বেশি কিছু জানা যায়নি, তবে ফ্ল্যাট স্ক্রিন ও পিছনে একটি বড় ক্যামেরা মডিউলের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে।
অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, iQOO 15 ফোনটিতে 6.8 ইঞ্চি ডিসপ্লে এবং একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এটি কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দ্বারা চালিত হবে। সঙ্গে 16 জিবি পর্যন্ত র্যাম ও 1 টিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। স্মার্টফোনটিতে 7,000mAh বা তার বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকতে পারে। এটি 100 ওয়াট ওয়্যার্ড (তারযুক্ত) চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
ছবি ও ভিডিও তোলার জন্য, হ্যান্ডসেটটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসতে পারে, যার মধ্যে 50 মেগাপিক্সেল 1/1.5-ইঞ্চি প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স থাকতে পারে। এছাড়া, এতে ডুয়াল স্পিকার দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.