iQOO 15 Features a Triple Rear Camera Setup
Photo Credit: iQOO
iQOO 15 ভারতে নভেম্বর 26 লঞ্চ হচ্ছে। এটি ভিভোর সাব-ব্র্যান্ডটির প্রথম ফ্ল্যাগশিপ ফোন যা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে। সাম্প্রতিক সময়ে অনেকেই এই ভেবে চিন্তিত যে, স্টোরেজ হার্ডওয়্যারের দাম বাড়ার কারণে স্মার্টফোনের দাম ঊর্দ্ধমুখী হতে পারে। কিন্তু এর মাঝে একটি ভাল খবর হল, iQOO 15 ভারতের বাজারে অপেক্ষাকৃত কম দামে আসবে। যেখানে অনেক বড় ব্র্যান্ড তুলনামূলক ভাবে বেশি দামে প্রিমিয়াম ফোন লঞ্চ করবে। Gadgets 360 এক্সক্লুসিভলি আইকোর আসন্ন ফোনটির দাম জানতে পেরেছে। যারা পারফরম্যান্স ও দামের মধ্যে ভারসাম্য খুঁজছেন, তাদের জন্য এটি দুর্দান্ত বিকল্প হয়ে উঠতে পারে।
Gadgets 360 তার সূত্র থেকে জানতে পেরেছে, iQOO 15 মডেলটির দাম ভারতে 60,000 টাকার আশেপাশে থাকবে। তবে এটি লঞ্চ অফার অর্ন্তভুক্ত করে। যার মধ্যে ক্যাশব্যাক বা ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকতে পারে। অফার বাদ দিলে, দাম 60,000 টাকার সামান্য উপরে হতে পারে। এটি 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ হওয়ার সম্ভাবনা।
iQOO আগ্রহী ক্রেতাদের জন্য একটি লিমিটেড-টাইম প্রায়োরিটি পাস ঘোষণা করেছে। এই পাসের মাধ্যমে ক্রেতারা মাত্র 1,000 টাকা (রিফান্ডেবল) দিয়ে নতুন ফোনটি অগ্রিম বুক করতে পারবেন। সঙ্গে কিছু বিশেষ সুবিধা পাবেন — বিনামূল্যে iQOO TWS 1e ইয়ারবাডস এবং এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি। পাসটি নভেম্বর 20 থেকে পাওয়া যাবে। যারা আগে বুক করবেন, তারাই আগে সুযোগ পাবেন।
আইকু 15 ফ্ল্যাগশিপের চীনা মডেলে 6.85 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন (1,440 x 3,168 পিক্সেল), 6,000 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সমর্থন করে৷ স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর চালিত ভারতের সবথেকে সস্তা ফোন হতে পারে৷ এতে 7,000mAh ব্যাটারি আছে যা 100W ওয়্যার্ড, 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, এবং বাইপাস চার্জিং অফার করে।
iQOO 15-এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং 3x টেলিফটো লেন্স ও 100x ডিজিটাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অফার নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটি Android 16 নির্ভর OriginOS 6.0 কাস্টম স্কিনে চলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.