iQOO 15 গ্লোবাল ডাইরেক্ট ড্রাইভ পাওয়ার সাপ্লাই 2.0" অফার করবে। ব্যাটারির প্রযুক্তি এমনভাবে বানানো হয়েছে যাতে ফোন চার্জ হওয়া অবস্থায় গেম খেলা বা ভিডিও দেখবেও ব্যাটারি গরম বা ক্ষতিগ্রস্ত হবে না ও দীর্ঘদিন টিকবে।
ভারতের বাজারে বিগত 26মে লঞ্চ হয়ে গিয়েছে iQOO Neo 10 হ্যান্ডসেটটি। হ্যান্ডসেটটি Snapdragon 8s Gen 4 চিপসেট পেয়েছে এবং এটি Android 15-ভিত্তিক FuntouchOS 15 দ্বারা চলবে। ফোনটি বর্তমানে দেশের বাজারে প্রী-বুকিং করা যাচ্ছে এবং আগামী 3ই জুন থেকে এটি বিক্রি করা হবে
সম্প্রতি ভারতের বাজারে উন্মোচিত হয়েছে iQOO Neo 10। চীনের পর এবার ভারতে এটি এসেছে। তবে চীনের বাজারের তুলনায় ভারতে iQOO NEO 10 ফোনটি আলাদা বৈশিষ্ট্য এবং ফিচার নিয়ে এসেছে। ফোনটি Snapdragon 8s Gen 4 SoC পেয়েছে এবং এটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে