iQOO 15 ভারতে OnePlus 15, Oppo Find X9 সিরিজ ও Realme GT 8 Pro-এর মতো ফ্ল্যাগশিপ ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতা করবে। ফোনটি যারা অগ্রিম বুকিং করেছেন, তারা বিনামূল্যে iQOO TWS 1e ইয়ারবাডস ও এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি প্রদান পাবেন।
iQOO 15 আজ থেকে Amazon এবং iQOO ইন্ডিয়া ই-স্টোর থেকে বুক করা যাবে। ক্রেতাদের জন্য একটি লিমিটেড-টাইম প্রায়োরিটি পাস ঘোষণা করেছে ব্র্যান্ড। এই পাসের সঙ্গে iQOO TWS 1e ইয়ারবাডস এবং এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি মিলবে।
Gadgets 360 তার সূত্র থেকে জানতে পেরেছে, iQOO 15 মডেলটির দাম ভারতে 60,000 টাকার আশেপাশে থাকবে। তবে এটি লঞ্চ অফার অর্ন্তভুক্ত করে। যার মধ্যে ক্যাশব্যাক বা ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকতে পারে। এটি 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে বিক্রি হতে পারে।
iQOO 15 গ্লোবাল ডাইরেক্ট ড্রাইভ পাওয়ার সাপ্লাই 2.0" অফার করবে। ব্যাটারির প্রযুক্তি এমনভাবে বানানো হয়েছে যাতে ফোন চার্জ হওয়া অবস্থায় গেম খেলা বা ভিডিও দেখবেও ব্যাটারি গরম বা ক্ষতিগ্রস্ত হবে না ও দীর্ঘদিন টিকবে।
ভারতের বাজারে বিগত 26মে লঞ্চ হয়ে গিয়েছে iQOO Neo 10 হ্যান্ডসেটটি। হ্যান্ডসেটটি Snapdragon 8s Gen 4 চিপসেট পেয়েছে এবং এটি Android 15-ভিত্তিক FuntouchOS 15 দ্বারা চলবে। ফোনটি বর্তমানে দেশের বাজারে প্রী-বুকিং করা যাচ্ছে এবং আগামী 3ই জুন থেকে এটি বিক্রি করা হবে
সম্প্রতি ভারতের বাজারে উন্মোচিত হয়েছে iQOO Neo 10। চীনের পর এবার ভারতে এটি এসেছে। তবে চীনের বাজারের তুলনায় ভারতে iQOO NEO 10 ফোনটি আলাদা বৈশিষ্ট্য এবং ফিচার নিয়ে এসেছে। ফোনটি Snapdragon 8s Gen 4 SoC পেয়েছে এবং এটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে