iQOO 15 Ultra is scheduled to launch on February 4
Photo Credit: iQOO
iQOO 15 Ultra স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা হল। এটি ফেব্রুয়ারি 4 আনুষ্ঠানিকভাবে মুক্তি পাচ্ছে। ভিভোর সাব-ব্র্যান্ডটি এই প্রথম তাদের কোনও মডেলে 'Ultra' নাম ব্যবহার করছে। নতুন ফোনে স্লিম ডিজাইন বা ক্যামেরার চেয়ে পারফরম্যান্সে বেশি জোর দিয়েছে তারা। বিশেষ করে গেমিং অভিজ্ঞতায়। ডিভাইসের পিছনের অংশে হেক্সাগোনাল হানিকম্ব টেক্সচার, লাইট স্ট্রিপ, স্কোয়ার ক্যামেরা মডিউল, ও অ্যাক্টিভ কুলিং সিস্টেমের ইনটেক ভেন্ট রয়েছে। iQOO 15 Ultra এর স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে। এতে 24 জিবি র্যাম, 7,400mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, ও 2K এলটিপিও ডিসপ্লে থাকবে।
iQOO 15 Ultra রান করবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে। এটি বর্তমানে বিশ্বের অন্যতম পাওয়ারফুল Android প্রসেসর। এর সাথে সংস্থার নিজস্ব Q3 গেমিং চিপ থাকবে। এই সেকেন্ডারি চিপ ক্যামেরা প্রসেসিং বা গেমিং অপ্টিমাইজেশনের মতো কাজে সাহায্য করবে। গেমিং হার্ডওয়্যার এমনই একটি ডিপার্টমেন্ট যেখানে আসন্ন ফোনটি সাধারণ ফ্ল্যাগশিপের থেকে নিজেকে আলাদা করেছে।
আইকু 15 আল্ট্রা প্রেশার-সেন্সিটিভ শোল্ডার ট্রিগার বাটন, 600 হার্টজ স্যাম্পলিং রেট, বড় ভাইব্রেশন মোটর, বড় অ্যাক্টিভ কুলিং ফ্যান, ও ডুয়াল সিমেট্রিকাল স্পিকারের সাথে আসছে। গেমিং স্মার্টফোনটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 4.51 মিলিয়নের বেশি স্কোর করতে সক্ষম হয়েছে। সংস্থা দাবি করছে, কুলিং ফ্যান থাকায় গেমিং বা ভারী এডিটিং-এর সময়েও ফোন অতিরিক্ত গরম হবে না।
টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, iQOO 15 Ultra এর সামনে 6.85 ইঞ্চি ফ্ল্যাট LTPO Samsung ডিসপ্লে থাকবে। এটি 2K রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনের পিছনে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, যার মধ্যে একটি 3x অপটিক্যাল জুম-সহ টেলিফটো লেন্স হবে। 7,400mAh ব্যাটারির সাথে ওয়্যারলেস ও বাইপাস চার্জিং প্রযুক্তি থাকবে বলে আশা করা হচ্ছে।
আইকুর নতুন গেমিং ফ্ল্যাগশিপের টপ মডেলে 24 জিবি র্যাম ও 1 টিবি অনবোর্ড স্টোরেজ মিলতে পারে। ফোনে দুইটি রঙের বিকল্প পাওয়া যাবে — 2049 কোল্ড ব্লু এবং 2077 ফ্লোয়িং অরেঞ্জ। হ্যান্ডসেটের অ্যাক্টিভ কুলিং সিস্টেমের ইনটেক ভেন্ট ক্যামেরা মডিউলের ঠিক নিচে অবস্থিত।
iQOO 15 Ultra ভারতে আসবে কিনা, তা এখনও জানা যায়নি। তবে iQOO 15R ভারতে খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে। ফোনটি আসলে iQOO Z11 Turbo এর রিব্র্যান্ডেড ভার্সন। এটি ভারতে ব্র্যান্ডের প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন হবে বলে আশা করা হচ্ছে। এতে ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার হতে পারে। ফোনটি Amazon থেকে কেনা যাবে। এতে Origin OS থাকবে, যা লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেম বেসড।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.