iQOO 15 Ultra ফার্স্ট লুকেই ঝড় তুলল, স্মার্টফোনের ডিজাইনে নতুন যুগের সূচনা
iQOO 15 Ultra ট্রান্সপারেন্ট ফিনিশ সহ বড় স্কোয়ার ক্যামেরা মডিউল পেয়েছে। ক্যামেরার ভিতরে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে বলে অনুমান করা হচ্ছে। ভিতরে একটি লাইট স্ট্রিপ লম্বালম্বি অবস্থিত৷ এটি ব্রিদিং লাইট হিসেবে কাজ করবে। পিছনে হেক্সাগোনাল হানিকম্ব টেক্সচার রয়েছে। ফ্রেমে ডুয়াল ট্রিগার বাটন আছে। অর্থাৎ একে গেমিং ফোন হিসেবে ডিজাইন করা হয়েছে।