iQoo 3 তে রয়েছে একটি Snapdragon 865 চিপসেট। সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কোম্পানিটি।
Photo Credit: Weibo
25 ফেব্রুয়ারি চিনে লঞ্চ হবে iQoo 3
শীঘ্রই ভারতে প্রথম স্মার্টফোন লঞ্চ করবে চলেছে Vivo -র সাব ব্র্যান্ড iQoo। গত বছর চিনে এই ব্র্যান্ডের আত্মপ্রকাশ হয়েছিল। জানুয়ারিতে ভারতে আগমনের ঘোষণা করেছিল চিনা কোম্পানিটি। শীঘ্রই লঞ্চ হবে কোম্পানির প্রথম স্মার্টফোন iQoo 3। হার্ডওয়্যারে আপোষ না করেই এই ফোন লঞ্চ হবে। 25 ফেব্রুয়ারি চিনে এই ফোন লঞ্চ হবে। যদিও ভারতে কোম্পানির প্রথম স্মার্টফোন লঞ্চের দিন ঘোষণা করেনি কোম্পানিটি।
iQoo 3 তে রয়েছে একটি Snapdragon 865 চিপসেট। সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কোম্পানিটি। এছাড়াও এই ফোনে থাকছে ‘উন্নত' ক্যামেরা ও ‘লম্বা' ব্যাটারি লাইফ। ‘অতুলনীয়' গেমিং অভিজ্ঞতা দেবে এই ফোন।
iQoo 3 এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। ফোনের ভিতরে 12GB RAM থাকবে। এই ফোনে থাকবে 55W ফাস্ট চার্জ সাপোর্ট।
দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Mi 10 ও Mi 10 Pro
“টেক-শ্যাভি গ্রাহকদের সব চাহিদা পূরণ করবে iQoo 3। গ্রাহকের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বদলে ফেলার বিষয়ে আশাবাদী আমরা।” iQoo 3 এর সঙ্গে এই বিবৃতিতে এই কথা জানিয়েছে Flipkart।
ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে iQoo 3। জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটে ইতিমধ্যেই iQoo 3 এর জন্য পৃথক পেজ তৈরি হয়েছে। 17 ফেব্রুয়ারি এই ফোন সম্পর্কে আরও তথ্য সামনে আসবে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
গত বছর চিনে Vivo -র সাব ব্র্যান্ড হিসাবে আত্মপ্রকাশ করলেও ভারতে পৃথক কোম্পানি রূপে আত্মপ্রকাশ করছে iQoo। যদিও Vivo কারখানা থেকেই তৈরি হবে iQoo স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন