সোমবার ভারতে লঞ্চ হয়েছিল দেশের প্রথম 5G স্মার্টফোন Realme X50 Pro 5G। এক দিনের মধ্যেই দেশের বাজারে আরও একটা 5G স্মার্টফোন হাজির হল। মঙ্গলবার লঞ্চ হয়েছে iQoo 3। এই ফোনে ফ্ল্যাগশিপ সেগমেন্টের স্পেসিফিকেশন ছাড়াও গেমিংয়ের জন্য ফোনের পাশে থাকছে প্রেশার সেনসিটিভ বাটন। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, LPDD5 RAM ও UFS 3.1 স্টোরেজ। iQoo 3 ০-তে রয়েছে HDR 10+ ডিসপ্লে, 180 Hz টাচ রেসপন্স ও 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
4G ও 5G ভেরিয়েন্টে পাওয়া যাবে iQoo 3। 8GB RAM + 128GB স্টোরেজে 4G ভেরিয়েন্টে iQoo 3 -র দাম 36,990 টাকা। 8GB RAM + 256GB স্টোরেজে 4G ভেরিয়েন্টে এই ফোন কিনতে 39,990 টাকা খরচ হবে। 5G ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজে iQoo 3 কিনতে 44,990 টাকা খরচ হবে। 4 মার্চ দুপুর 12 টায় iQoo.com ও Flipkart থেকে এই ফোন বিক্রি শুরু হবে।
12GB RAM সহ লঞ্চ হল ভারতের প্রথম 5G ফোন Realme X50 Pro 5G
iQoo 3 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির iQoo UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.44 ইঞ্চি Full HD+ HDR 10+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।
iQoo 3 -র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। এই সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
iQoo 3 -তে LPDD5 RAM ও UFS 3.1 স্টোরেজ ব্যবহার হয়েছে 4G ও 5G ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। ফোনের ভিতরে রয়েছে 4,440 mAh ব্যাটারি। সঙ্গে 55W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। এই ফোনের ওজন 214.5 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন