বাজারে লঞ্চ হওয়ার আগেই ফাঁস হয়ে গেলো iQOO 13 ফোনটির কিছু তথ্য

বাজারে লঞ্চ হওয়ার আগেই ফাঁস হয়ে গেলো iQOO 13 ফোনটির কিছু তথ্য
হাইলাইট
  • iQOO 13 ফোনটি 50-মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা দ্বারা সজ্জিত হতে প
  • অনুমান করা হচ্ছে হ্যান্ডসেটটি সম্ভবত IP68-রেটিংয়ের সাথে যুক্ত।
  • iQOO 13 ফোনটিতে 100W এর তারযুক্ত দ্রুত চার্জিং ব্যাবস্থা করা আছে বলে মনে
বিজ্ঞাপন

অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে iQOO কোম্পানীর  একটি নতুন অ্যানড্রয়েড ফোন iQOO13। কারণ বর্তমানে এই ফোনটি সম্পর্কিত বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে।  একজন টিপস্টার এটির নিয়ে মন্তব্য করেছেন যে, iQOO এর নতুন সেটটি iQOO12 বিকল্পের উত্তরসূরি হয়ে আসতে চলেছে। তবে অনুমান করা হচ্ছে যে এই ফোনটির কিছু ডিজাইনের পরিবর্তনও হতে পারে । 2023 সালের নভেম্বর মাসে iQOO 12 ফোনটি চীনে লঞ্চ করা হয়েছিল এবং 2023 সালের ডিসেম্বর মাসে ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল।  অপরদিকে আরেকজন টিপস্টার ফোনটি সমন্ধিত প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং ইত্যাদির কিছু বৈশিষ্ট্যে প্রদান করেছেন। 

iQOO 13 হ্যান্ডসেটটির আনুমানিক ডিজাইন: 

একজন টিপস্টার Panda is Blad (নামটি চীনা ভাষা থেকে অনুবাদিত) ফোনটি সমন্ধে কিছু তথ্য ওয়েইবো নামক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। তা থেকে অনুমান করা হচ্ছে যে, iQOO 13 স্মার্টফোনটি একটি হালকা ফালা নকশার মাধ্যমে লঞ্চ হতে পারে। অনুমান করা হচ্ছে এটি iQOO স্মার্টফোনের প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য ধারণ করতে পারে। যেখানে ফোনটির পিছনের অংশটি কাচের প্যানেলে সহ প্রায় 1 মিমি গভীরে একটি লম্বালম্বি ভাবে আলোর স্ট্রিপ দিয়ে সাজানো হয়েছে। 

 iQOO 12 এর যে ডিজাইনটি বর্তমানে আছে তার থেকে অনুমান করা হচ্ছে যে , iQOO 13 ফোনটির পিছনের অংশে চতুষ্কৃত রূপে ক্যামেরা গুলি সজ্জিত হয়ে থাকতে পারে। 

iQOO 13  ফোনটির আনুমানিক বৈশিষ্ট্য, স্পেসিফিকেশন:  

যোগেশ ব্রার নামক একজন ট্রিপস্টার (@heyitsyogesh) তার X পোস্টের  মাধ্যমে iQOO 13-এর সমন্ধে কিছু বিষয়বস্তু তুলে ধরেছে। ওনার পোস্ট থেকে,মনে করা হচ্ছে যে iQOO ফোনটি Qualcomm এর Snapdragon 8 Gen 4 SoC প্রসেসর দ্বারা চালিত হতে পারে। iQOO 13 ফোনটিতে একটি 6.78 ইঞ্চি 2K OLED ডিসপ্লে থাকবে।এবং  এটির রিফ্রেশ রেট 144Hz হতে পারে । ফোনটিকে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে,এটির মধ্যে IP68-রেটিং সংযুক্ত করা হতে পারে। 

টিপস্টার আরও মত প্রকাশ করেছেন যে,iQOO 13 ফোনটি তিনটি ক্যামেরার সমন্বয়ে সজ্জিত হয়ে আসতে পারে। তার মধ্যে একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা থাকবে ,অন্যটি 50-মেগাপিক্সেল শ্যুটার এবং সর্বশেষ 2x অপটিক্যাল জুম সমৃদ্ধ 50-মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দ্বারা সজ্জিত হতে পারে।  

এছাড়াও অনুমান করা হচ্ছে,ফোনটির সামনের অংশে  সেলফির জন্য একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।অনুমান করা হচ্ছে ফোনটি দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে। এটিতে 100W তারযুক্ত চার্জিংয়ের  ব্যাবস্থা আছে। এবং ফোনটি 6,000mAh ব্যাটারি দ্বারা সজ্জিত হতে পারে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট
 
 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল - পেয়ে যাবেন বিভিন্ন জিনিসের দামের উপর নজরকাড়া ছাড়
  2. Jio Phone- এর ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানী লঞ্চ করলো 4g সমৃদ্ধ নতুন কীপ্যাড ফোন
  3. নিদ্রকালীন শ্বাসব্যাঘাত শনাক্তকরনের বৈশিষ্ট্য যুক্ত Apple কোম্পানীর পক্ষ থেকে নতুন আকর্ষণীয় ঘড়ি Apple watch series 10
  4. মেশিন লার্নিং বৈশিষ্ট্য এবং অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য সমৃদ্ধ Apple কোম্পানীর নতুন উন্মোচন AirPods 4
  5. আগামী 20 সেপ্টেম্বর থেকে উৎসাহিত গ্রাহকরা পেয়ে যাবেন Apple কোম্পানীর পক্ষ থেকে উন্মোচিত iphone 16 Pro এবং iphone 16 Pro এবং
  6. অসাধারণ ক্যামেরা দ্বারা সজ্জিত দুটি নতুন আকর্ষণীয় স্মার্টফোনের উন্মোচন করল Apple
  7. আসন্ন সেপ্টেম্বর মাসে উত্তর গোলার্ধে দেখা যাবে এক অতি উজ্জ্বল শক্তিশালী মেরুপ্রভা
  8. বিশ্বের বাজারের পর এবার ভারতের বাজারে আসতে চলেছে বাজেটের মধ্যে উপলব্ধ নতুন এক ট্যাব - Infinix XPad
  9. 5,500 mAh ব্যাটারী সমৃদ্ধ সবচেয়ে পাতলা 3D বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত Vivo T3 Ultra
  10. এসে গেলো দুটি নতুন আকর্ষণীয় Lenovo এর আইপ্যাড,পরিবর্তনযোগ্য Copilot+ PC
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »