অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে iQOO কোম্পানীর একটি নতুন অ্যানড্রয়েড ফোন iQOO13। কারণ বর্তমানে এই ফোনটি সম্পর্কিত বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। একজন টিপস্টার এটির নিয়ে মন্তব্য করেছেন যে, iQOO এর নতুন সেটটি iQOO12 বিকল্পের উত্তরসূরি হয়ে আসতে চলেছে। তবে অনুমান করা হচ্ছে যে এই ফোনটির কিছু ডিজাইনের পরিবর্তনও হতে পারে । 2023 সালের নভেম্বর মাসে iQOO 12 ফোনটি চীনে লঞ্চ করা হয়েছিল এবং 2023 সালের ডিসেম্বর মাসে ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল। অপরদিকে আরেকজন টিপস্টার ফোনটি সমন্ধিত প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং ইত্যাদির কিছু বৈশিষ্ট্যে প্রদান করেছেন।
একজন টিপস্টার Panda is Blad (নামটি চীনা ভাষা থেকে অনুবাদিত) ফোনটি সমন্ধে কিছু তথ্য ওয়েইবো নামক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। তা থেকে অনুমান করা হচ্ছে যে, iQOO 13 স্মার্টফোনটি একটি হালকা ফালা নকশার মাধ্যমে লঞ্চ হতে পারে। অনুমান করা হচ্ছে এটি iQOO স্মার্টফোনের প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য ধারণ করতে পারে। যেখানে ফোনটির পিছনের অংশটি কাচের প্যানেলে সহ প্রায় 1 মিমি গভীরে একটি লম্বালম্বি ভাবে আলোর স্ট্রিপ দিয়ে সাজানো হয়েছে।
iQOO 12 এর যে ডিজাইনটি বর্তমানে আছে তার থেকে অনুমান করা হচ্ছে যে , iQOO 13 ফোনটির পিছনের অংশে চতুষ্কৃত রূপে ক্যামেরা গুলি সজ্জিত হয়ে থাকতে পারে।
যোগেশ ব্রার নামক একজন ট্রিপস্টার (@heyitsyogesh) তার X পোস্টের মাধ্যমে iQOO 13-এর সমন্ধে কিছু বিষয়বস্তু তুলে ধরেছে। ওনার পোস্ট থেকে,মনে করা হচ্ছে যে iQOO ফোনটি Qualcomm এর Snapdragon 8 Gen 4 SoC প্রসেসর দ্বারা চালিত হতে পারে। iQOO 13 ফোনটিতে একটি 6.78 ইঞ্চি 2K OLED ডিসপ্লে থাকবে।এবং এটির রিফ্রেশ রেট 144Hz হতে পারে । ফোনটিকে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে,এটির মধ্যে IP68-রেটিং সংযুক্ত করা হতে পারে।
টিপস্টার আরও মত প্রকাশ করেছেন যে,iQOO 13 ফোনটি তিনটি ক্যামেরার সমন্বয়ে সজ্জিত হয়ে আসতে পারে। তার মধ্যে একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা থাকবে ,অন্যটি 50-মেগাপিক্সেল শ্যুটার এবং সর্বশেষ 2x অপটিক্যাল জুম সমৃদ্ধ 50-মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দ্বারা সজ্জিত হতে পারে।
এছাড়াও অনুমান করা হচ্ছে,ফোনটির সামনের অংশে সেলফির জন্য একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।অনুমান করা হচ্ছে ফোনটি দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে। এটিতে 100W তারযুক্ত চার্জিংয়ের ব্যাবস্থা আছে। এবং ফোনটি 6,000mAh ব্যাটারি দ্বারা সজ্জিত হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন