iQoo Z1 5G’র দাম 2,198 ইউয়ান (প্রায় 23,400 টাকা)। বেস ভেরিয়েন্টে 6GB RAM + 128GB স্টোরেজ থাকছে।
iQoo Z1 5G
আরও একটা নতুন স্মার্টফোন নিয়ে এল Vivo'র সাব ব্র্যান্ড iQoo। সম্প্রতি বাজ্রে এসেছে iQoo Z1 5G। এই ফোনে রয়েছে MediaTek Dimensity 1000+ চিপসেট ও 144Hz রিফ্রশ রেট হোল-পাঞ্চ ডিসপ্লে। তিনটি ভেরিয়েন্টে ও দুটি রঙে এই ফোন পাওয়া যাবে। আপাতত চিনে এই ফোন বিক্রি শুরু হবে।
iQoo Z1 5G'র দাম 2,198 ইউয়ান (প্রায় 23,400 টাকা)। বেস ভেরিয়েন্টে 6GB RAM + 128GB স্টোরেজ থাকছে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম 2,498 ইউয়ান ও 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোনের দাম 2,798 ইউয়ান। 25 মে প্রি-অর্ডার শুরু হবে, 1 জুন শুরু হবে বিক্রি।
ডুয়াল সিম iQoo Z1 5G-তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেট 6.57 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Dimensity 1000+চিপসেট 8GB LPDDRX4 RAM ও 256GB স্টোরেজ।
iQoo Z1 5G'র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে চিনের সংস্থাটি।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth v4.0, GPS, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি ও 44W ফাস্ট চার্জিং। iQoo Z1 5G'র ওজন 194.78 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ubisoft Has No Plans for a Second Assassin's Creed Shadows Expansion
Realme C85 5G Launched in India With Dimensity 6300 SoC, 7,000mAh Battery: Price, Specifications