iQOO Z10R 5G এর ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম।
Photo Credit: iQOO
iQOO Z10R 5G ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে
iQOO Z10R 5G বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল। এটি ভারতের সবচেয়ে স্লিম (7.39 মিমি) কোয়াড কার্ভড ডিসপ্লের ফোন বলে দাবি করেছে আইকু। প্রথমেই ফোনটির যে বৈশিষ্ট্য নজর কাড়বে সেটি হল 32 মেগাপিক্সেলের 4K সেলফি ক্যামেরা। একে 4K Vlogging স্মার্টফোন বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া, iQOO Z10R 5G এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, ডুয়াল স্টিরিও স্পিকার, AI ইরেজ, AI এনহ্যান্স, গ্রাফাইট কুলিং সিস্টেম, ডায়মন্ড শিল্ড গ্লাস প্রোটেকশন, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি সার্টিফিকেশন, বাইপাস চার্জিং, ইত্যাদি। কোম্পানি আরও জানিয়েছে যে, এটি 20,000 টাকার মধ্যে তাদের সবচেয়ে দ্রুততম ফোন।
প্রথমেই ক্যামেরা বিভাগ দিয়ে শুরু করা যাক৷ iQOO Z10R 5G ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে এসেছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল বোকেহ লেন্স রয়েছে। আর সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। এতে এআই ইরেজ 2.0, ফটো এনহ্যান্স, এবং এআই স্ক্রিন ট্রান্সলেশনের মতো ফটোগ্রাফি নির্ভর AI ফিচার্স আছে।
আইকু জেড10আর 5G ফোনটিতে 5,700mAh ব্যাটারি রয়েছে যা 44W চার্জিং সাপোর্ট করে। ব্যাটারিটি মাত্র 33 মিনিটে 1 শতাংশ থেকে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। গেম খেলার সময় বা দীর্ঘক্ষণ ব্যবহারের পরেও ফোন ঠান্ডা রাখতে দশটি টেম্পারেচার সেন্সর সহ 13,690 স্কোয়ার মিমি গ্রাফাইট কুলিং এরিয়া আছে। ফোনটি সার্কেল টু সার্চ, AI নোট অ্যাসিস্ট এবং AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্টের মতো বিভিন্ন AI ফিচার্সে সজ্জিত।
iQOO Z10R 5G এর সামনে 6.77-ইঞ্চি কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ, পিক ব্রাইটনেস 1,800 নিট, এবং রেজোলিউশন FHD+ (1,080x2,392 পিক্সেল)। এটি MediaTek Dimensity 7400 প্রসেসর দ্বারা পরিচালিত। চিপটি 12 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বাধিক 256 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত।ফোনটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক Funtouch OS 15-এ চলবে। কোম্পানি 2 বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের জন্য সিকিউরিটির আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
ভারতে iQOO Z10R 5G এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 19,499 টাকা এবং 21,499 টাকা। অন্যদিকে, 12 জিবি + 256 জিবি স্টোরেজের টপ মডেলের দাম 23,499 টাকা। HDFC ব্যাঙ্ক ও ICICI ব্যাঙ্কের নির্বাচিত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ও EMI লেনদেনে 2,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। এর ফলে, ফোনটি 17,499 টাকায় কেনা যাবে। এটি অ্যাকোয়ামেরিন এবং মুনস্টোন রঙে উপলব্ধ। ফোনটি 29 জুলাই থেকে Amazon ও iQOO India ই-স্টোরের মাধ্যমে বিক্রি হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন