Lava Blaze AMOLED 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ও 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
Photo Credit: Lava
Lava Blaze AMOLED 5G স্টারলাইট বেগুনি এবং টাইটানিয়াম গ্রে কালার অপশনে উপলব্ধ।
Lava Blaze AMOLED 5G ভারতে চাইনিজ মোবাইল ফোনদের ভিড়ে নিজস্ব পরিচিতি গড়ে তুলতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে। ভারতীয় সংস্থাটি এখনও লঞ্চের দিনক্ষণ বা বিক্রির তারিখ ঘোষণা না করলেও, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে স্মার্টফোনটি লিস্টেড থাকতে দেখা গিয়েছে। সেই লিস্টিং Lava Blaze AMOLED 5G এর ডিজাইন, কালার অপশন, এবং সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ করেছে। নাম শুনেই বোঝা যাচ্ছে, এই ফোন 5G সাপোর্ট করবে ও অ্যামোলেড ডিসপ্লের সাথে আসছে। এছাড়া, ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটটির পিছনে 64 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে। ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক, লাভার নতুন ফোনে আর কী কী থাকছে।
অ্যামোলেড ডিসপ্লে থাকার অর্থ হল, Lava Blaze AMOLED 5G অন্যান্য এলসিডি ফোনের তুলনায় অনেক বেশি উজ্জ্বল এবং প্রাণবন্ত রং দেখাতে সক্ষম। ফোনটিতে 3D কার্ভড স্ক্রিন থাকছে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ, রেজোলিউশন 1,080x2,400 পিক্সেল, ও পিক্সেল ডেনসিটি 394 পিপিআই। এটি 16.7 মিলিয়ন কালার প্রদর্শন করতে সক্ষম। লাভা মিডিয়াটেক ডাইমনেসিটি 6300 চিপসেটের সাথে স্মার্টফোনটি তালিকাভুক্ত করেছে। এটি Antutu বেঞ্চমার্ক সাইটে 4,20,000+ স্কোর করেছে।
লাভা ব্লেজ অ্যামোলেড 5G এর বেস মডেলে 4 জিবি র্যাম পাওয়া যাবে। এছাড়া, 6 জিবি ও 8 জিবি র্যামের বিকল্পও থাকছে। আবার অনবোর্ড স্টোরেজের 6 জিবি খালি অংশ অতিরিক্ত 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম হিসাবে ব্যবহার করার সুবিধা মিলবে। প্রতিটি র্যাম ভেরিয়েন্টে 128 জিবি স্টোরেজ বর্তমান। মেমরি কার্ডের সাপোর্ট নেই বলেই মনে করা হচ্ছে। এই ফোনে দুটো সিম লাগানো যাবে। সফটওয়্যারের দিক থেকে, মোবাইলটি Android 14 অপারেটিং সিস্টেমে চলবে।
ফটোগ্রাফির জন্য Lava Blaze AMOLED 5G এর পিছনের প্যানেলে একটি গোল ক্যামেরা মডিউল অবস্থিত, যার মধ্যে এলইডি ফ্ল্যাশ সহ 64 মেগাপিক্সেল Sony প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার পাশাপাশি ভিডিয়ো চ্যাট করতে পারেন। ক্যামেরায় প্রো ভিডিও, স্লো মোশন, ডুয়াল ভিউ ভিডিও, ফিল্ম, বিউটি পোর্ট্রেট, এইচডিআর, নাইট, টাইমল্যাপস, ইউএইচডি, এআই জিআইএফ, প্রো, প্যানোরামা, ফিল্টার, এবং ম্যাক্রো ফিচার্স আছে।
লাভার এই ফোনে 5000mAh (টাইপ) লি-পলিমার ব্যাটারি আছে। 33 ওয়াট চার্জার ও টাইপ-সি কেবল দিয়ে চার্জ হয়। 0-100 শতাংশ চার্জ হতে 110 মিনিট সময় লাগে। একবার চার্জে 49.5 ঘন্টা টকিং টাইম অফার করবে। অন্যদিকে, ইউটিউব প্লেব্যাক টাইম 610 ঘন্টা। ফোনটি স্ট্যান্ডবাই অবস্থায় 480 ঘন্টা টিকবে বলে ওয়েবসাইটে উল্লেখ করা আছে।
Lava Blaze AMOLED 5G-তে 3.5 মিমি অডিও জ্যাক না থাকলেও, বাক্সের মধ্যে ইউএসবি-সি টু 3.5 মিমি কানেক্টর পাওয়া যাবে। সিকিউরিটি ফিচার্স হিসেবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক উপলব্ধ। এটি লাভা ইন্ডিয়া ওয়েবসাইটে স্টারলাইট বেগুনি এবং টাইটানিয়াম গ্রে রঙে দেখা গিয়েছে। আশা করা যায়, কোম্পানি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে দাম ঘোষণা করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Glaciers Speed Up in Summer and Slow in Winter, New Global Map Reveals
Be Dune Teen OTT Release: When, Where to Watch the Marathi Comedy Drama Series
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series