Lava Blaze Dragon 5G লঞ্চ হয়েছে 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ অপশনে।
Photo Credit: Lava
Lava Blaze Dragon 5G গোল্ডেন মিস্ট ও মিডনাইট মিস্ট রঙে লঞ্চ হয়েছে
ভারতে লঞ্চ হওয়ার এক সপ্তাহের বেশি সময় কেটে যাওয়ার পর অবশেষে Lava Blaze Dragon 5G-এর বিক্রি শুরু হল। এটি 10,000 টাকার নিচে লাভার প্রথম স্মার্টফোন যা Snapdragon চিপসেটের সঙ্গে এসেছে। ফোনটি শুধুমাত্র অ্যামাজনে কিনতে পারবেন। Amazon Great Indian Festival Sale 2025 উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ব্যাংক অফার ও অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে কোম্পানি। Lava Blaze Dragon 5G চলে স্টক Android 15 অপারেটিং সিস্টেমে। এতে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা, Snapdragon 4 Gen 2 প্রসেসর, ও আলট্রা স্মুথ 120 হার্টজ ডিসপ্লে রয়েছে।
ভারতে Lava Blaze Dragon 5G এর দাম 9,999 টাকা রাখা হয়েছে। এটি 4 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজের সিঙ্গেল ভেরিয়েন্টে এসেছে। স্মার্টফোনটি গোল্ডেন মিস্ট ও মিডনাইট মিস্ট রঙে পাওয়া যাচ্ছে। আজ দুপুর 12টা থেকে Amazon থেকে কেনা যাচ্ছে। SBI ক্রেডিট কার্ডে EMI লেনদেনের ক্ষেত্রে 10 শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় থাকছে। আবার বিক্রির প্রথম দিনেই অতিরিক্ত 1,000 টাকার এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন।
Lava Blaze Dragon 5G এর সামনে 6.74 ইঞ্চি 2.5D ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 450 নিট ব্রাইটনেস, HD+ (720x1,612 পিক্সেল) রেজোলিউশন, এবং 20:9 আসপেক্ট অনুপাত অফার করে। ফোনটি Snapdragon 4 Gen 2 প্রসেসর দ্বারা চালিত। এতে 4 জিবি LPDDR4x র্যাম ও 128 জিবি UFS 3.1 স্টোরেজ বর্তমান। এটি 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম (4 জিবি + 4 জিবি) সাপোর্ট করে।
ছবি ও ভিডিও তোলার জন্য, লাভা ব্লেজ ড্রাগন 5G এর পিছনে একটি এআই-সমর্থিত 50 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা আছে। আর ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপলব্ধ। ফোনটির ক্যামেরায় AI মোড, HDR মোড, ডকুমেন্ট, টাইম ল্যাপস, QR কোড, নাইট মোড, ফিল্টার, পোট্রেট মোড, বিউটি মোড, AR স্টিকার, প্যানোরামা মোড, স্লো মোশন, 50MP মোড, Pro মোড, এবং Google লেন্স ফিচার্স রয়েছে।
লাভার নতুন স্মার্টফোনটি AnTuTu বেঞ্চমার্ক সাইটে 4,50,000+ স্কোর করেছে। অপারেটিং সিস্টেম হিসেবে স্টক Android 15 বর্তমান। এতে কোনও অপ্রয়োজনীয় অ্যাপ অথবা সফটওয়্যার ইনস্টল করা নেই। এটি সব মেজর 5G ব্যান্ড সাপোর্ট করবে। ফোনটি একটি OS আপগ্রেড এবং দুই বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে জানিয়েছে সংস্থা।
এছাড়া, Lava Blaze Dragon 5G মডেলটিতে পাওয়ার ব্যাকআপের জন্য, 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে। সুরক্ষার জন্য ফোনটিতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন