Lava Blaze Dragon 5G ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে।
Photo Credit: Lava
Lava Blaze Dragon 5G গোল্ডেন মিস্ট ও মিডনাইট মিস্ট রঙে উপলব্ধ।
Lava Blaze Dragon 5G শুক্রবার ভারতে লঞ্চ হল। এটি 10,000 টাকার মধ্যে লাভার প্রথম Snapdragon প্রসেসর চালিত স্মার্টফোন। ব্যাঙ্কের অফার যোগ করলে 9,000 টাকারও কমে কিনতে পারবেন আপনি। নতুন ফোনটি স্টক Android 15 অপারেটিং সিস্টেমে রান করে। এতে কোনও অপ্রয়োজনীয় অ্যাপ অথবা সফটওয়্যার ইনস্টল করা নেই। এর ফলে, ভাল পারফরম্যান্স ও সময়মতো সফটওয়্যার আপডেট পাওয়া যেতে পারে। Lava Blaze Dragon 5G এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের AI রিয়ার ক্যামেরা, সব মেজর 5G ব্যান্ডের সাপোর্ট, 8 জিবি পর্যন্ত র্যাম (ভার্চুয়াল র্যাম অর্ন্তভুক্ত), ফাস্ট UFS 3.1 স্টোরেজ, ইত্যাদি।
Lava Blaze Dragon 5G ভারতে 9,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 4 জিবি র্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। স্মার্টফোনটি গোল্ডেন মিস্ট ও মিডনাইট মিস্ট রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। পয়লা আগস্ট দুপুর 12টা থেকে Amazon-এ হ্যান্ডসেটটির এক্সক্লুসিভ সেল শুরু হবে। ক্রেতারা ই-কমার্স প্ল্যাটফর্মটির পার্টনার ব্যাঙ্কের তরফে 1,000 টাকা ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ দাম নেমে আসবে 8,999 টাকায়।
Lava Blaze Dragon 5G এর সামনে 6.74 ইঞ্চি 2.5D ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ, ব্রাইটনেস লেভেল 450 নিট, রেজোলিউশন HD+ (720 x 1,612 পিক্সেল), এবং আসপেক্ট রেশিও 20:9। নতুন ফোনটিতে Snapdragon 4 Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 4 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম ও 128 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 8 জিবি ভার্চুয়াল র্যামের (4 জিবি + 4 জিবি) সাপোর্ট আছে।
লাভা ব্লেজ ড্রাগন 5G স্টক Android 15 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। এটি একটি মেজর অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং দুই বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। পাওয়ারের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে। সুরক্ষার জন্য ফোনটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলক ফিচার বর্তমান।
ফটোগ্রাফির কথা বললে, Lava Blaze Dragon 5G এর পিছনে একটি এআই-সমর্থিত 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর আছে। ক্যামেরায় AI মোড, HDR মোড, পোট্রেট মোড, বিউটি মোড, AR স্টিকার, প্যানোরামা মোড, স্লো মোশন, ডকুমেন্ট, টাইম ল্যাপস, QR কোড, নাইট মোড, ফিল্টার, 50MP মোড, Pro মোড, এবং Google লেন্স বৈশিষ্ট্য উপস্থিত। ফোনটি AnTuTu বেঞ্চমার্ক সাইটে 4,50,000+ স্কোর করেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন