ভবিষ্যতে টেকনোলজি কোথায় চলে যাবে তা কেউ বলতে পারেন না। তবে ভবিষ্যতের স্মার্টফোনের কিছু ধারনা এই প্রতিবেদনে দেওয়া হল। এর মধ্যে কোন একটি স্মার্টফোন হয়তো ভবিষ্যতে আপনার পকেটেও দেখা যেতে পারে।
Photo Credit: Courtesy of Light
Light nনামে এক স্টার্ট আপ কোম্পানির তৈরী 9টি লেন্স যুক্ত স্মার্টফোন প্রোটোটাইপ ক্যামেরা
ধরুন আপনি পকেট থেকে আপনার ফোনটি বার করে রুমালের মতো তার ভাঁজ খুললেন। এরপরে স্ক্রিনের উপরে আঙুল রেখে ফোনটি আনলক করলেন। এরপরে ক্যামেরা অ্যাপ ওপেন করলে মাকড়সার মতো একাধিক লেন্স একসাথে একটি বিশাল ছবি তুললো।
এই ধরনের ফোন ইতিমধ্যেই এই পৃথিবীতে উপস্থিত রয়েছে। এর মধ্যে বেশিরভারগই প্রোটোটাইপ। অন্য ফোনগুলি আপাতত শুধুমাত্র চিনে বিক্রি হয়। বিশেষজ্ঞরা বলছেন আগামী বছরেই বাজারে আসবে Samsung এর Galaxy X। এই ফোনে ডিসপ্লে ভাঁজ করা সম্ভব।
ভবিষ্যতে টেকনোলজি কোথায় চলে যাবে তা কেউ বলতে পারেন না। তবে ভবিষ্যতের স্মার্টফোনের কিছু ধারনা এই প্রতিবেদনে দেওয়া হল। এর মধ্যে কোন একটি স্মার্টফোন হয়তো ভবিষ্যতে আপনার পকেটেও দেখা যেতে পারে।
একটি ফোনের সামনেটা পুরোটাই ডিসপ্লে। আর এই ডিসপ্লের সামনে গোটাটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনের সামনে ডিসপ্লের আকার বড় হওয়ার সাথেসাথেই একাধিক ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফোনের পিছনে চলে গিয়েছে। Apple তাদের নতুন iPhone X এ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সম্পূর্ণ বাদ দিয়ে ফেস আনলক টেকনোলজি ব্যবহার শুরু করেছে। কিন্তু সম্প্রতি নতুন টেকনোলজির মাধ্যমে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফিরে আসছে। ইতিমধ্যেই Vivo X21 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার হচ্ছে।
শিঘ্রই ফোনে তোলা ছবি লক্ষ টাকার ক্যামেরার ছবির কোয়ালিটির সাথে কাঁধে কাঁধ রেখে লড়াই করতে পারবে। কীভাবে? ফোনের পিছনে একাধিক লেন্স দিয়ে একসাথে ছবি তোলা হবে। এরপরে ছবিগুলিকে জুড়ে একটি বিশাল ছবি তৈরী হবে।
ইতিমধ্যেই একাধিক ফোনে দুটি করে লেন্স ব্যবহার হচ্ছে। দুটি লেন্সের একটি দিয়ে ছবির ডেপ্ত মেপে ব্যাকগ্রাউন্ডড ব্লার করার কাজ করা হচ্ছে। এমনকি Huawei P20 Pro তে তিনটি লেন্স ব্যবহার করা হয়েছে।
এছাড়াও Light নামে একটি কোম্পানি প্রোটোটাঈপ বানিয়ে দুনিয়াকে চমকে দিয়েছে। এই প্রোটোটাইপে ফোনের পিছনে 5 থেকে 9 টি লেন্স ব্যবহার করে অবিশ্বাস্য 64 মেগাপিক্সেল ছবি তুলতে সক্ষম হয়েছে। যদিও এতগুলি ছবি একসাথে প্রসেস করার জন্য খুব শক্তিশালী প্রসেসার প্রয়োজন। তাই এই ক্যামেরার দাম ভারতীর মুদ্রায় প্রায় 1.34 লক্ষ টাকা। কোম্পানি জানিয়েছে এই বছরের শেষেই স্মার্টফোনে এই টেকনোলজির ক্যামেরা চলে আসবে।
ইতিমধ্যেই ভাঁজ করা যায় এমন স্ক্রিন তৈরী প্রায় শেষ করে ফেলেছে একাধিক কোম্পানি। মে মাসে এক কনফারেন্সে BOE নামে একটি কোম্পানি “Phonebet” নামে একটি প্রোটোটাইপ দেখিয়েছে। 7.5 ইঞ্চি এই ডিসপ্লেটি সম্পূর্ণ ভাঁজ করে একটি ফোনের মতো করে ফেলা সম্ভব।
বহু বছর ধরেই স্যামসাং ভাঁজ করা ডিসপ্লে তৈরীর কাজ করে চলেছে। প্রথম দিকে এই ডিসপ্লে দিয়ে কার্ভড টিভি ও রাউন্ড এজ ডিসপ্লের ফোন তৈরী করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। আর শিঘ্রই Samsung এর প্রথম ডিসপ্লে ভাঁজ করা ফোন লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।
আজকের স্মার্টফোনে সবথেকে বড় সমস্যা ব্যাটারি লাইফ। শুনতে অবাক লাগলেও বিজ্ঞানীরা নিজে থেকেই ব্যাটারি চার্জ দেওয়ার পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন। ইতিমধ্যেই Energous ও Ossia-র মতো কোম্পানিগুলি রেডিও তরঙ্গ ও ইনফ্রারেড দিয়ে ব্যাটারি চার্জিং এর টেকনোলজি বানিয়ে ফেলেছেন।
![]()
টেক দুনিয়ায় এই চশমাগুলি নিয়ে ইতিমধ্যেই হইচই পরে গিয়েছে। অনেকেই বলছেন এই চশমাগুলি ভবিষ্যতে ঝড় তুলতে চলেছে। এই চশমার মাধ্যমে ফোনের দিকে না তাকিয়েই সব সময় অনলাইন থাকা যাবে। ইতিমধ্যেই একটি চশমা দিয়ে কম্পিউটার তৈরীর জন্য 15,800 কোটি টাকা তুলেছে Magic Leap নামে একটি স্টার্ট আপ। ওয়েল্ডিং গ্লাসের মতো দেখতে হবে এই কম্পিউটার। গ্লাস টেকনোলজিতে ইতিমধ্যেই একাধিক পেটেন্ট নিয়েছে Apple। অগমেন্টেড রিয়ালিটি ব্যবহারের গ্লাসগুলি ইতিমধ্যেই বাজারে আসতে শুরু করেছে।
কিন্তু মাথায় রাখতে হবে Google Glass ডিভাইসটি বাজারে ব্যার্থ হয়েছিল। অদ্ভুত দেখতে চশমা পড়ে রাস্তায় বেরতে অস্বস্তি বোধ করেছিলেন অনেকেই। এছাড়াও সুরক্ষার ক্ষেত্রে বিশাল প্রশ্ন তুলবে এই টেকনোলজি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature
Samsung Galaxy S26 Series Specifications Leaked in Full; Major Camera Upgrades Tipped