13 ফেব্রুয়ারি নতুন প্রোডাক্ট লঞ্চ করবে Xaiomi। স্পেনের বার্সেলোনায় এই লঞ্চ ইভেন্ট থেকেই লঞ্চ হতে পারে Mi10 ও Mi 10 Pro।
বার্সেলোনায় নতুন প্রোডাক্ট লঞ্চ করবে Xiaomi
13 ফেব্রুয়ারি নতুন প্রোডাক্ট লঞ্চ করবে Xaiomi। স্পেনের বার্সেলোনায় এই লঞ্চ ইভেন্ট থেকেই লঞ্চ হতে পারে Mi10 ও Mi 10 Pro। সম্প্রতি এই অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠিয়েছে বেজিংয়ের কোম্পানিটি। সেখানে ক্যামেরা লেন্সের ছবি দেখা গিয়েছে। অর্থাৎ এই অনুষ্ঠানে দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোন সামনে আসতে পারে। সম্প্রতি একাধিক রিপোর্টে জানা গিয়েছিল Mi 10 সিরিজে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। ফলে 13 ফেব্রুয়ারি Mi 10 ও Mi10 Pro লঞ্চ ঘিরে জল্পনা বাড়ছে।
Poco X2 রিভিউ: কুড়ি হাজারের কমে এটাই সেরা?
গত বছর Xiaomi জনিয়েছিল 2020 সালে লঞ্চ হবে Mi 10 সিরিজ। এই ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট। সোশ্যাল মিডিয়ায় অন্য এক পোস্টে Xiaomi প্রধান লেই জুন জানিয়েছেন LPDDR5 RAM সহ লঞ্চ হবে Mi 10। এই প্রথম LPDDR5 RAM সহ কোন স্মার্টফোন লঞ্চ হবে। এর ফলে ডেটা ব্যবহারের গতি 50 শতাংশ বাড়বে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Mi 10 Pro-এ একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকতে পারে। ফোনের ভিতরে Snapdragon 865 চিপসেটের সঙ্গেই থাকতে পারে 16GB RAM ও 66W ফাস্ট চার্জ সাপোর্ট। 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই এই ফোনে থাকতে পারে একটি 16 মেগাপিক্সেল, একটি 12 মেগাপিক্সেল সেন্সর ও একটি 5 মেগাপিক্সেল সেন্সর। Mi 10 Pro-তে একটি 5,250 mAh ব্যবহার করতে পারে Xiaomi। Mi 10 সিরিজের দুটি ফোনের ডিসপ্লেতেই হোল-পাঞ্চ ডিজাইন থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Truecaller Voicemail Feature Launched for Android Users in India With Transcription in 12 Regional Languages