Mi A3 ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকবে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে।ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট।
Mi A3 ফোনে থাকবে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে
21 অগাস্ট ভারতে লঞ্চ হবে Mi A3। মঙ্গলবার ট্যুইটারে এই কথা জানিয়েছেন Xiaomi -র ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন। ইতিমধ্যেই এই লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র বিভিন্ন সংবাদমাধ্যম দপ্তরে পৌঁছাতে শুরু করেছে। Mi A সিরিজের অন্যান্য ফোনের মতোই Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হবে Mi A3। এই ফোনে চলবে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম।
21 অগাস্ট নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হবে Mi A3। ঐ দিন দুপুর 12 টায় শুরু হবে লঞ্চ। ভারতে শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে এই ফোন।
4⃣8⃣ MP???????????? ➕#AndroidOne = ❓❓❓
— #MiFan Manu Kumar Jain (@manukumarjain) August 13, 2019
Crack this simple equation and tell me in comments. We are launching #48MPAndroidOne on 21st August at 12 noon.
RT this and let every Mi fan know. Do tag me & @XiaomiIndia. 3000 RTs & I am giving away 'One'.#Xiaomi ❤️ #XiaomiAndroidOne pic.twitter.com/p3aCJ7Cflq
জুলাই মাসে স্পেনে লঞ্চ হয়েছিল Mi A3। স্পেনে 64GB ভেরিয়েন্টে Mi A3 এর দাম 249 ইউরো (প্রায় 19,200 টাকা)। অন্যদিকে 128GB স্টোরেজে Mi A3 কিনতে 279 ইউরো (প্রায় 21,500 টাকা) খরচ হবে। অবশেষে 21 অগাস্ট ভারতে আসছে এই স্মার্টফোন।
Mi A3 ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকবে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে।ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Mi A3 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Mi A3 ফোনে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, Bluetooth v5, Wi-Fi 802.11 a/b/g/n/ac। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Blue Origin Joins SpaceX in Orbital Booster Reuse Era With New Glenn’s Successful Launch and Landing
AI-Assisted Study Finds No Evidence of Liquid Water in Mars’ Seasonal Dark Streaks