এই বছর এপ্রিল মাসে Moto E5, Moto E5 Play ও Moto G6 সিরিজের ফোনগুলির সাথে বিশ্ববাজারে Moto E5 Plus ফোনটি লঞ্চ করেছিল Motorola। ভারতের Moto E5 Plus ফোনেও একই স্পেসিফিকেশান থাকবে বলেই মনে করা হচ্ছে।
Moto E5 Plus এর অন্যতম প্রধান আকর্ষণ ফোনের 5000 mAh ব্যাটারি।
আজ ভারতে নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করবে Motorola। নতুন এই ফোনের নাম Moto E5 Plus। ভারতীয় সময় দুপুর 2:30 মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ হবে। Moto E5 Plus এর অন্যতম প্রধান আকর্ষণ ফোনের 5000 mAh ব্যাটারি। চারটি আলাদা কালার ভেরিয়েন্টে ভারতে এই ফোন লঞ্চ করবে Motorola। এই ইভেন্টেই ফোনের দাম ও কবে থেকে তা কেনা যাবে তা জানাবে কোম্পানি। এই বছর এপ্রিল মাসে Moto E5, Moto E5 Play ও Moto G6 সিরিজের ফোনগুলির সাথে বিশ্ববাজারে Moto E5 Plus ফোনটি লঞ্চ করেছিল Motorola।
ভারতের Moto E5 Plus ফোনেও একই স্পেসিফিকেশান থাকবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে শুধুমাত্র Amazon.in থেকেই এই ফোন কিনতে পাওয়া যাবে। এছাড়াও কোম্পানির নিজস্ব Moto Hub স্টোর থেকে অফলাইনে এই ফোন বিক্রি করবে Motorola।
YouTube এ Moto E5 Plus এর লঞ্চ ইভেন্ট সরাসরি স্ট্রিম করবে Motorola। নীচের ভিডিওর প্লে বাটনে ক্লিক করে এই ইভেন্ট সরাসরি দেখতে পাবেন। ভারতীয় সময় দুপুর 2:30 মিনিট থেকে এই ইভেন্ট শুরু হবে।
Moto E5 Plus এ থাকবে একটি 6 ইঞ্চি IPS ডিসপ্লে। এই দুটি ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। Moto E5 Plus এ থাকবে Qualcomm Snapdragon 435 চিপসেট আর 3GB RAM ও 32GB স্টোরেজ।
আগেই জানানো হয়েছে Moto E5 Plus এ আছে 5000 mAh ব্যাটারি। এর সাথেই থাকছে কোম্পানির নিজস্ব টার্বো চার্জিং টেকনোলজি। এই চার্জারে পাত্র 15 মিনিটে 6 ঘন্টার চার্জ পাওয়া যাবে। Moto E5 এ একটি 13MP রিয়ার ক্যামেরা থাকবে। এছাড়াও Moto E5 Plus এ থাকবে একটি 12MP অটোফকাস ক্যামেরা। সেলফি তোলার জন্য Moto E5 Plus এর সামনে একটি 8MP ক্যামেরা থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New FIFA Game to Launch on Netflix Games in Time for FIFA World Cup Next Year
Honor Magic V6 Tipped to Launch With 7,200mAh Dual-Cell Battery, Snapdragon 8 Elite Gen 5 SoC