এপ্রিলের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশে লঞ্চ হয়েছিল Moto G8 Power Lite। 21 মে ভারতে আসছে এই ফোন। এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা।
Moto G8 Power Lite
এপ্রিলের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশে লঞ্চ হয়েছিল Moto G8 Power Lite। 21 মে ভারতে আসছে এই ফোন। এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। Moto G8 Power Lite -এ রয়েছে 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ও MediaTek Helio P35 চিপসেট।
Moto G8 Power Lite-এর দাম 169 ইউরো (প্রায় 13,900 টাকা)। আপাতত জার্মানি ও মেক্সিকোতে এই ফোন বিক্রি শুরু হবে। পরে লাতিন আমেরিকা, ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশে বিক্রি শুরু হবে Moto G8 Power Lite।
Moto G8 Power Lite -এ Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 64GB স্টোরেজ।
Moto G8 Power Lite-এর পিছনে রয়েছে 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
Moto G8 Power Lite-এর ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। এক চার্জে এই ফোনে 19 ঘণ্টা ভিডিও প্লে ব্যাক ও 100 ঘণ্টা অডিও প্লে ব্যাক করা যাবে। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Micro-USB পোর্ট, 3.5মিমি অডিও জ্যাক, Bluetooth v4.2, Wi-Fi 802.11 b/g/n, GPS, A-GPS ও GLONASS। এই ফোনের ওজন 200 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Xiaomi 17 Ultra Listed on 3C Certification Website With Upgraded Charging Capabilities
Fortnite Is Adding a Limited-Time Disneyland Island Featuring Minigames Based on Disney Theme Park Rides