ভারতে খুব শীঘ্রই লঞ্চ হবে Moto G45 5g। বিগত জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Moto G34 এর 5g বিকল্পের উন্নত সংস্করণ হয়ে আসতে চলেছে Moto G45 5g স্মার্টফোনটি। কোম্পানী একটি কমার্শিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটির ডিজাইন এবং রঙ এবং নানা বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। জানা যাচ্ছে,ফোনটিকে একটি Snapdragon 6s Gen 3 চিপসেট প্রসেসর দ্বারা নির্মিত করা হয়েছে। এছাড়াও ফোনটিতে 50 মেগাপিক্সেলের দ্বিমাত্রিক ক্যামেরা থাকবে বলে জানানো হয়েছে। ইতি মধ্যেই কোম্পানীর পক্ষ থেকে হ্যান্ডসেটটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়ে গিয়েছে।
ফ্লিপকার্ট অনুমোদিত একটি মাইক্রাসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে যে, আগামী 21 সে আগস্ট ভারতীয় সময় অনুযায়ী রাত 12 টায় স্মার্টফোনটি বাজারে চালু করা হবে।
প্রকাশিত ছবি অনুযায়ী Moto G45 5g হ্যান্ডসেটটি Vegan leather পালিশের সাথে তিনটি রঙের বিকল্পে উপলব্ধ হতে চলেছে- নীল সবুজ এবং ম্যাজেন্টা।
Moto G45 5G ফোনটির প্রস্তাবিত নকশার মাধ্যমে বোঝা যাচ্ছে ,ফোনটি সরু কাঠামো সহ একটি সমতল ডিসপ্লে দ্বারা সজ্জিত । ফোনটির সামনের অংশের উপরের দিকে হোল-পাঞ্চ কেন্দ্রীভূত ক্যামেরা যুক্ত করা হয়েছে । হ্যান্ডসেটের বাম প্রান্তে সিম সংযুক্ত করে রাখার স্থান দেওয়া আছে। ফোনটিতে পিছনেরভাগে একটি চতুর্ভুজ আকারের অংশের মধ্যে এলইডি (Light - Emitting Diode) আলো সহ ক্যামেরা গুলিকে উলম্বভাবে সজ্জিত করা হয়েছে।
ফোনটির ডান প্রান্তে ফোনটি চালনা এবং বন্ধ করা সহ শব্দ কমানো বাড়ানোর জন্য বোতামগুলি প্রতিস্থাপিত করা হয়েছে।
এ ছাড়াও ফোনটির নীচের প্রান্তে USB টাইপ-সি পোর্ট, একটি স্পিকার গ্রিল এবং একটি 3.5 মিমি অডিও জ্যাক নির্মিত করা হয়েছে।
Moto G45 5G ফোনটি Snapdragon 6s Gen 3 SoC প্রসেসর দ্বারা চালিত হবে।
ফোনটিতে 6.5-ইঞ্চি ডিসপ্লে থাকবে ।যেটি Corning Gorilla Glass 3 এর দ্বারা সুরক্ষাসম্পন্ন। এটির রিফ্রেশ রেট 120 Hz।
স্মার্টফোনটিতে 8GB RAM এবং 128GB স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু কোম্পানীর পক্ষ থেকে বলা হয়েছে যে, ভবিষ্যতে হ্যান্ডসেটটি অন্যান্য RAM এবং স্টোরেজের বিকল্পে গ্রাহকরা পেয়ে যাবেন।
Moto G45 5G ফোনটিতে ছবি তোলার জন্য কোয়াড পিক্সেল সহ একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা থাকবে।
ফোনটিতে উন্নতমানের মটোরোলার স্মার্ট কানেক্ট এর বৈশিষ্ট্য যুক্ত করা আছে, যার মাধ্যমে ফোনটি অন্যান্য ডিভাইস যেমন ট্যাব, কম্পিউটার ইত্যাদির সাথে খুব সহজেই সংযোগ স্থাপন করতে পারবে। এছাড়াও হ্যান্ডসেটটির অন্তরে 13 টি 5g ব্যান্ড থাকার বিষয়টি উপস্থাপিত করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন