দারুন সুখবর,Motorola কোম্পানী শীঘ্রই আনতে চলেছে তাদের নতুন স্মার্টফোন - Moto G45 5g

ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে একটি নতুন ডিজাইনের স্মার্টফোন

দারুন সুখবর,Motorola কোম্পানী শীঘ্রই আনতে চলেছে তাদের নতুন স্মার্টফোন - Moto G45 5g
হাইলাইট
  • Moto G45 5G-তে একটি 50-মেগাপিক্সেল কোয়াড পিক্সেল যুক্ত প্রধান ক্যামেরা থ
  • হ্যান্ডসেটটি 8GB RAM + 128GB স্টোরেজের বিকল্পে পাওয়া যাবে
  • Moto G45 5G ফোনটি কর্নিং গরিলা গ্লাস 3 এর সুরক্ষা নিশ্চিত করে
বিজ্ঞাপন

ভারতে খুব শীঘ্রই লঞ্চ হবে Moto G45 5g। বিগত জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Moto G34 এর 5g বিকল্পের উন্নত সংস্করণ হয়ে আসতে চলেছে Moto G45 5g স্মার্টফোনটি। কোম্পানী একটি কমার্শিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটির ডিজাইন এবং রঙ এবং নানা বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। জানা যাচ্ছে,ফোনটিকে একটি Snapdragon 6s Gen 3 চিপসেট প্রসেসর দ্বারা নির্মিত করা হয়েছে। এছাড়াও ফোনটিতে 50 মেগাপিক্সেলের দ্বিমাত্রিক ক্যামেরা থাকবে বলে জানানো হয়েছে। ইতি মধ্যেই কোম্পানীর পক্ষ থেকে হ্যান্ডসেটটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়ে গিয়েছে।

ভারতে Moto G45 5G ফোনটির প্রকাশিত হওয়ার তারিখ , ডিজাইন এবং রঙের বিকল্প:

ফ্লিপকার্ট অনুমোদিত একটি মাইক্রাসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে যে, আগামী 21 সে আগস্ট ভারতীয় সময় অনুযায়ী রাত 12 টায় স্মার্টফোনটি বাজারে চালু করা হবে।

প্রকাশিত ছবি অনুযায়ী Moto G45 5g হ্যান্ডসেটটি Vegan leather পালিশের সাথে তিনটি রঙের বিকল্পে উপলব্ধ হতে চলেছে- নীল সবুজ এবং ম্যাজেন্টা।

Moto G45 5G ফোনটির প্রস্তাবিত নকশার মাধ্যমে বোঝা যাচ্ছে ,ফোনটি সরু কাঠামো সহ একটি সমতল ডিসপ্লে দ্বারা সজ্জিত । ফোনটির সামনের অংশের উপরের দিকে হোল-পাঞ্চ কেন্দ্রীভূত ক্যামেরা যুক্ত করা হয়েছে । হ্যান্ডসেটের বাম প্রান্তে সিম সংযুক্ত করে রাখার স্থান দেওয়া আছে। ফোনটিতে পিছনেরভাগে একটি চতুর্ভুজ আকারের অংশের মধ্যে এলইডি (Light - Emitting Diode) আলো সহ ক্যামেরা গুলিকে উলম্বভাবে সজ্জিত করা হয়েছে।

ফোনটির ডান প্রান্তে ফোনটি চালনা এবং বন্ধ করা সহ শব্দ কমানো বাড়ানোর জন্য বোতামগুলি প্রতিস্থাপিত করা হয়েছে।

এ ছাড়াও ফোনটির নীচের প্রান্তে USB টাইপ-সি পোর্ট, একটি স্পিকার গ্রিল এবং একটি 3.5 মিমি অডিও জ্যাক নির্মিত করা হয়েছে।

Moto G45 5G এর নানা বৈশিষ্ট্যসমূহ:

Moto G45 5G ফোনটি Snapdragon 6s Gen 3 SoC প্রসেসর দ্বারা চালিত হবে।

ফোনটিতে 6.5-ইঞ্চি ডিসপ্লে থাকবে ।যেটি Corning Gorilla Glass 3 এর দ্বারা সুরক্ষাসম্পন্ন। এটির রিফ্রেশ রেট 120 Hz।

স্মার্টফোনটিতে 8GB RAM এবং 128GB স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু কোম্পানীর পক্ষ থেকে বলা হয়েছে যে, ভবিষ্যতে হ্যান্ডসেটটি অন্যান্য RAM এবং স্টোরেজের বিকল্পে গ্রাহকরা পেয়ে যাবেন।

Moto G45 5G ফোনটিতে ছবি তোলার জন্য কোয়াড পিক্সেল সহ একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা থাকবে।

ফোনটিতে উন্নতমানের মটোরোলার স্মার্ট কানেক্ট এর বৈশিষ্ট্য যুক্ত করা আছে, যার মাধ্যমে ফোনটি অন্যান্য ডিভাইস যেমন ট্যাব, কম্পিউটার ইত্যাদির সাথে খুব সহজেই সংযোগ স্থাপন করতে পারবে। এছাড়াও হ্যান্ডসেটটির অন্তরে 13 টি 5g ব্যান্ড থাকার বিষয়টি উপস্থাপিত করা হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. জলে ভিজলেও দিব্যি চলবে, Moto G96 সেরা ক্যামেরা ও 5500mAh ব্যাটারির সাথে হাজির
  2. গিরগিটির কায়দায় রঙ বদল! নতুন স্মার্টফোনে বিরাট চমক আনল Oppo
  3. Samsung Galaxy Unpacked 2025: আজ ঘরে বসেই দেখুন Galaxy Z Fold 7, Z Flip 7 ফোনের লঞ্চ ইভেন্ট
  4. OnePlus Buds 4 ভারতে লঞ্চ হল, এক চার্জে 45 ঘন্টা গান শোনা যাবে, রয়েছে 55db ANC
  5. OnePlus Nord 5 ও Nord CE 5 ভারতে এল, 7,100mAh ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরা রয়েছে
  6. 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল Ai+ Pulse ও Nova 5G স্মার্টফোন, দাম মাত্র 4,999 টাকা
  7. Amazon Prime Day 2025 সেলে কম দামে বিক্রি হবে iPhone 15, কত টাকা ছাড় জানেন
  8. স্ক্রিনে টাচ করার দিন অতীত, মুখে বলে ছবি এডিট করার AI ফিচার Realme 15 সিরিজে
  9. 8,300mAh ব্যাটারি ও 512GB স্টোরেজের সাথে বাজার কাঁপাতে আসছে Honor X70
  10. Amazon Prime Day 2025 সেলে Samsug Galaxy S24 Ultra ফোনের দাম 55,000 টাকা কমছে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »