23 ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে Moto G8 Power। লঞ্চের আগেই এই ফোনের স্পেসিফিকেশন ফাঁস হল। Moto G8 Power -এর সঙ্গেই চলতি মাসে লঞ্চ হতে পারে Moto G8 ও Moto G8 Stylus। সম্প্রতি Geekbench ওয়েবসাইটে Moto G8 Power -এর স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গিয়েছে এই ফোনে থাকবে একটি অক্টা-কোর প্রসেসর।
GSMArena ওয়েবসাইটে প্রথম এই Geekbench লিস্টিংয়ের খবর সামনে আসে। Moto G8 Power- থাকবে একটি Snapdragon প্ল্যাটফর্মের অক্টা-কোর প্রসেসর। সঙ্গে থাকবে 4GB RAM। এই ফোনের প্রসেসরে 1.8 GHz ক্লক স্পিড থাকবে।
Android 10 অপারেটিং সিস্টেম সহ বাজারে আসবে এই ফোন। এই ফোনে থাকতে পারে স্টক ইউজার ইন্টারফেস। সিঙ্গেল-কোর পারফর্মেন্সে এই ফোন 311 স্কোর করেছে। মাল্টি-কোরে Moto G8 Power পেয়েছে 1,352।
এটাই নতুন Nokia 5.2! লঞ্চের আগে ফাঁস হল ডিজাইন
Moto G8 Power-এ থাকবে 6.36 ইঞ্চি FHD+ ডিসপ্লে। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Moto G8 Power ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সঙ্গে একটি অতিরিক্ত 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সেলফি তোলার জন্য Moto G8 Power-এ থাকবে 25 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের ভিতরে থাকতে পারে 5,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন