Android One ফোন লঞ্চ করতে চলেছে কোম্পানিটি। “Motorola One Power” নামে এই প্রোজেক্ট শুরু করেছে Motorola।
নতুন এই ফোনের নাম হবে Motorola One Power
এই বছরের শুরুতেই Moto G6 ও Moto E5 সিরিজের ফোনগুলি লঞ্চ করেছিল Motorola। এছাড়াও শোনা যাচ্ছে খুব শিঘ্রই বাজারে আসবে Moto Z3 Play। আর এবার নতুন এক রিপোর্টে জানা গেল এবার Android One ফোন লঞ্চ করতে চলেছে কোম্পানিটি। “Motorola One Power” নামে এই প্রোজেক্ট শুরু করেছে Motorola। তবে ফাঁস হয়ে যাওয়া এক ছবিতে দেখা গিয়েছে এই ফোনের ডিসপ্লের উপরে iPhone X এর মতো একটি কালো নচ। প্রসঙ্গত গত বছর আমেরিকাতে কোম্পানি লঞ্চ করেছিল Android One স্মার্টফোন Moto X4। সেই প্রথম Android One প্রযেক্টে ফোন বানিয়েছিল Motorola।
আগের ফোনটি শুধুমাত্র আমেরিকার বাজারে সীমাবদ্ধ থাকলেও এই ফোনটি সারা পৃথিবীতে লঞ্চ করার পরিকল্পনা করেছে Motorola। অ্যানড্রয়েডহেডলাইনে দাবি করা হয়েছে নতুন এই ফোনের নাম হবে Motorola One Power। একই রিপোর্টে অ্যানড্রয়েডহেডলাইনে একটি ছবিতে এই ফোনের ডিসপ্লের উপরে দেখা গিয়েছে iPhone X এর মতো কালো নচ। এছাড়াও গোটা ফোনের সামনের দিকেই রয়েছে ডিসপ্লে। ফোনের ইয়ারপিস, প্রসিমিটি সেন্সার ও ফ্রন্ট ক্যামেরা ব্যাবহারের জন্যই ফোনের সামনে এই কালো নচ রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
Motorola One Power এর পিছনে থাকবে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ। এছাড়াও ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও ফোনের পিছনের দিকে থাকবে বলেই জানা গিয়েছে। এর সাথেই থাকবে কোম্পানির আইকনিক M লোগোটি। iPhone X এর মতোই এই ফোনের ডুয়াল ক্যামেরা সেট আপ টিও ভার্টিকালি অ্যালাইন্ড থাকবে বলে জানা গিয়েছে। এর সাথেই এই ফোনে দেখা যেবে USB Type C পোর্ট ও স্পিকার গ্রিল।
যদিও কোম্পানির তরফে অফিশিয়ালি এখনো কিছুই জানানো হয়নি নতুন Motorola One Power ফোনটি সম্পর্কে। এছাড়াও জানানো হয়নি ফনের স্পেসিফিকেশান। সপ্রতি দুটি নতুন Android One ফোন লঞ্চ করেছে Nokia। এছাড়াও Android One ফোন লঞ্চের পরিকল্কনা আছে বলে জানিয়েছে Xiaomi। আর তখনি সামনে আসল Motorola র Android One প্রযেক্টে পবেশের এই খবর। আপনি যদি স্টক অ্যানড্রয়েডের ফ্যান হন তবে এই খব নিশ্চিতভাবে আশা যোগাবে আপনার মনে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Starlink Executive Clarifies: India Pricing Was a 'Glitch', Still Awaiting Launch Approval
Honor Robot Phone to Enter Mass Production in H1 2026, Tipster Claims