Photo Credit: Twitter/ Motorola India
20 জুন ভারতে আসছে Motorola One Vision। এই ফোনে থাকছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে। সম্প্রতি কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ফোন লঞ্চের টিজার প্রকাশ করেছে Motorola। তবে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি।
ভারতে Motorola -র অফিশিয়াল ট্যুইটার অয়াকাউন্টে Motorola One Vision লঞ্চের টিজার ভিডিও প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই 20 জুন নতুন স্মার্টফোন লঞ্চের আমন্ত্রণ পাঠিয়েছে কোম্পানিটি।
Let's move a notch ahead with a wider perspective! Get ready to experience #ANewVision. Tag your binge-watch partner who needs to see this now! pic.twitter.com/FhhlLWFGQe
— Motorola India (@motorolaindia) June 10, 2019
ইতিমধ্যেই বিশ্বে একাধিক দেশে বিক্রি শুরু হয়েছে Motorola One Vision। Motorola One Vision এর দাম শুরু হচ্ছে 299 ইউরো (প্রায় 23,500 টাকা) থেকে। সৌদি আরব, ব্রাজিল ও থাইল্যান্ডে বিক্রি শুরু হয়েছে এই ফোন। শিঘ্রই ভারত সহ এশিয়ার অন্যান্য দেশ, লাতিন আমেরিকা ও অষ্ট্রেলিয়ার বিভিন্ন দেশে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। সাফায়ার ব্লু ও ব্রাউন কালারে পাওয়া যাবে Motorola One Vision।
Motorola One Vision ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Motorola One Vision ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।
Motorola One Vision ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। 15 মিনিট চার্জে 7 ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন