Motorola P30 Note এর ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, Adreno 509 GPU, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
কয়েকদিন আগেই লঞ্চ হয়েছিল Motorola P30। এবার বাজারে এলো Motorola P30 Note। চিনে P সিরিজের নতুন এই স্মার্টফোন লঞ্চ করেছে Motorola। ডিজাইনের দিক থেকে P30 এর সাথে P30 Note এর অনেক মিল রয়েছে। Motorola P30 Note এর অন্যতম প্রধান আকর্ষণ 5,000 mAh ব্যাটারি, টিনটি সিম কার্ড স্লট আর একটি আলাদা microSD কার্ড স্লট। Motorola P30 Note এর ভিতরে রয়েছে Snapdragon 636 চিপসেট, ন্ট সেন্সার।
চিনে 4GB RAM Motorola P30 Note এর দাম 1999 ইউয়ান (প্রায় 20,700 টাকা)। অন্যদিকে 6GB RAM ভেরিয়েন্টের P30 Note এর দাম 2299 ইউয়ান (প্রায় 23,800 টাকা)। ইতিমধ্যেই চিনে এই ফোন বিক্রি শুরু হয়ে গিয়েছে।
ডুয়াল সিম (ন্যানো+ন্যানো৯+maicroSD) Motorola P30 Note তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। P30 Note এ রয়েছে 6.2 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, Adreno 509 GPU, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ। তবে microSD কার্ডের মাধ্যমে এই ফোনের ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
Motorola P30 Note এ রয়েছে একটি 16MP প্রাইমারি ক্যামেরা। এর সাথেই ফোনের পিছনে একটি 5MP সেকেন্ডারি ক্যামেরা থাকবে। সেলফি তোলার জন্য থাকবে একটি 12MP ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য P30 Note এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), Bluetooth 5, GPS + GLONASS আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Motorola P30 Note এর অন্যতম প্রধান আকর্ষন ফোনের 5,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.