নোকিয়ার সবচেয়ে সস্তা এন্ড্রয়েড স্মার্ট ফোন হল নোকিয়া 1. যে সমস্ত উপভোক্তারা ফিচার ফোন থেকে স্মার্ট ফোনে আপগ্রেড হতে চাইছে তাদের পকেটের কথা মাথায় রেখে এই ফোন বাজারে নিয়ে আসা হয়েছে. এই ফোনের মূল্য মাত্র 5499 টাকা.
নোকিয়া 1-এর কম্প্যাক্ট এবং নিফটি ডিজাইন,এর আলাদা একটা পরিচয় গড়ে তুলেছে. এর পাওয়ার ও ভলিউম বটন ডানদিকে দেওয়া হয়েছে. এর ডিজাইন খুবই সিম্পল কিন্তু কালারফুল যার জন্য এটি বিশেষ হয়ে ওঠার আসা আছে. আসা করা হচ্ছে যে এই ফোন প্লাস্টিক দিয়ে প্রস্তুত হবে. 9.5 মিলিমিটারের এই ফোনকে আমরা স্লিম ফোন বলতে পারি না. দুটি সিমকার্ড এবং মাইক্রোএসডি কার্ডের জন্য আলাদা-আলাদা সল্ট দেওয়া হয়েছে. নোকিয়া 1-এ পাওয়ার হাউস থাকবে না. ব্যাটারি 2150 এমএইচ -এর. 4.5 ইঞ্চির আইপিএস স্ক্রিন. 480x854 পিক্সেল রীজলিউশান থাকবে. এতে 8জীবী ইনবিল্ট স্টোরেজ থাকবে. প্রয়োজনে 128জীবী পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যেতে পারে. এতে 5 মেগাপিক্সলের ফিক্সড ফোকাস রেয়ার ক্যামেরা পাওয়া যাবে, সেই সাথে থাকবে এলইডি ফ্ল্যাশ. এতে 2 মেগাপিক্সলের ফিক্সড ফোকাস ফ্রন্ট ক্যামেরাও থাকবে. কনেক্টিভিটি ফিচারে 4জী ভিওএলটিআই, ওয়াই-ফাই 802.11 বি/জি/এন, ব্লুটুথ 4.2, জিপিএস/ এ-জিপিএস, এফএম রেডিও, মাইক্রো ইউএসবি এবং 3.5 এর এমএম অডিও জ্যাক থাকবে.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.