Nokia 6.1 Plus ও Nokia 5.1 Plus এর পরে এবার ভারতে এল Nokia 3.1 Plus। বৃহস্পতিবার নতুন দিল্লিতে এক ইভেন্টে এই বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে HMD Global। Nokia 3.1 Plus এ রয়েছে 3500 mAh ব্যাটারি, 8MP সেলফি ক্যামেরা ও 6 ইঞ্চি HD+ ডিসপ্লে। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে Nokia 3.1 Plus। একই সাথে ভারতে এসেছে Nokia 8110 4G ‘বানানা’ ফোন।
ভারতে 2GB RAM ও 16GB স্টোরেজের Nokia 3.1 Plus এর দাম 11,499 টাকা। এছাড়াও একটি 3GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। তবে 3GB RAM ভেরিয়েন্টের দাম জানায়নি Nokia। Airtel এর সাথে হাত মিলিয়ে Nokia 3.1 Plus গ্রাহকদের 1TB ডাটা বিনামূল্যে দেবে HMD Global।
Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে ডুয়াল সিম Nokia 3.1 Plus। Nokia 3.1 Plus এ থাকবে একটি 6 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর MediaTek Helio P22 (MT6762) চিপসেট, 3GB/3GB RAM আর 16GB/32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Nokia 3.1 Plus ফোনে থাকছে একটি 13MP+5MP রিয়ার ক্যামেরা। সাথে থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা। ছবি তোলার পরে এই ফোনে ফোকাস ঠিক করা যাবে। কানেক্টিভিটির জন্য Nokia 3.1 Plus এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 3500 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন