ভারতে 2 GB RAM আর 16 GB স্টোরেজ ভেরিয়েন্টে Nokia 3.1 লঞ্চ হয়েছে। ভারতে এই ফোনের দাম 10,499 টাকা। তিনটি আলাদা কালার টোনে Nokia 3.1পাওয়া যাবে।
মে মাসে মস্কোতে লঞ্চ হয়েছিল Nokia 3.1। এবার ভারতে Nokia 3.1 লঞ্চ করল HMD Global। Android One বাজেট স্মার্টফোনে লেটেস্ট স্টোক অ্যানড্রয়েডের সাথে থাকবে 18:9 HD+ ডিসপ্লে আর 2990 mAh ব্যাটারি। Android One প্রোগ্রামের অধীনে এই ফোন লঞ্চ হওয়ার কারনে আগামী তিন বছর প্রতি মাসে এই ফোনে সিকিউরিট প্যাচ আপডেট হবে। এছাড়াও লঞ্চের পরে দুই বছর সব নতুন Android আপডেট এই ফোনে পাওয়া যাবে। মে মাসে রাশিয়ার রাজধানী মস্কোতে এক ইভেন্তে Nokia 2.1 আর Nokia 5.1 এর সাথে Nokia 3.1 লঞ্চ হয়েছিল।
ভারতে 2 GB RAM আর 16 GB স্টোরেজ ভেরিয়েন্টে Nokia 3.1 লঞ্চ হয়েছে। ভারতে এই ফোনের দাম 10,499 টাকা। তিনটি আলাদা কালার টোনে Nokia 3.1পাওয়া যাবে। এই ফোনে ডুয়াল কালার স্কিম ব্যবহার করেছে HMD Global। আগামী 21 জুলাই থেকে দেশের সব রিতেল স্টোর, Paytm Mall আর কোম্পানির অনলাইন স্টোর থেকে Nokia 3.1 কেনা যাবে। অফলাইন রিটেল আউওটলেটে Paytm Mall QR কোড স্ক্যান করে এই ফোন কিনে গ্রাহকরা 10 শতাংশ ক্যাশব্যাক পাবেন। এর সাথেই মুভি টিকিট বুকিং এ আকর্ষণীয় ক্যাশব্যাক পাওয়া যাবে। ICICI ব্যাঙ্কের ক্রেডিড বা ডেবিট কার্ড দিয়ে Nokia 3.1 কিনলে গ্রাহকরা 5 শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন।
Nokia 3.1 চলবে লেটেস্ট Android Oreo 8.1 অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকবে 5.2 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে অক্টাকোর MediaTek MT6750N চিপসেট আর 2GB RAM।
Nokia 3.1 এ রয়েছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 2990 mAh ব্যাটারি থাকবে Nokia 3.1 এ। 16GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।
কানেক্টিভিটির জন্য Nokia 3.1 এ থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, Micro-USB আর একটি 3.5 হেডফোন জ্যাক। Nokia 3.1 এর ওজন মাত্র 138.5 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Exynos 2600 Details Leak Ahead of Galaxy S26 Launch; Could Be Equipped With 10-Core CPU, AMD GPU
Vivo Y50e 5G, Vivo Y50s 5G Appear on Google Play Console; Mysterious Vivo Phone Listed on Certification Site