Nokia 3.2 এর দাম শুরু হচ্ছে 8,990 টাকা থেকে
মে মাসেই ভারতে লঞ্চ হয়েছিল Nokia 4.2। বাজেট সেগমেন্টে ভারতে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল HMD Global। মঙ্গলবার দুপুরে ভারতে লঞ্চ হয়েছে Nokia 3.2। এই ফোনে রয়েছে 4,000 mAh ব্যাটারি। এক চার্জে দুই দিন চলবে Nokia 3.2, জানিয়েছে HMD Global। এই সপ্তাহে ভারতে বিক্রি শুরু হবে এই বাজেট স্মার্টফোন।
2GB RAM আর 16GB স্টোরেজে Nokia 3.2 এর দাম 8,990 টাকা। 3GB RAM আর 32GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 10,790 টাকা। কালো ও স্টিল রঙে পাওয়া যাবে Nokia 3.2। 23 মে Nokia অনলাইন স্টর আর সারা দেশের অফলাইন রিটেল স্টরগুলিতে বিক্রি শুরু হবে এই ফোন।
Vodafone Idea গ্রাহকরা নতুন Nokia 3.2 কিনলে সাথে সাথে 2,500 টাকা ক্যাশব্যাক পাবেন। 50 টি 50 টাকা ভাউচার দেওয়া হবে গ্রাহককে। পরে 199 টাকা বা তার বেশি রিচার্জে এই কুপন রিডিম করা যাবে। এছাড়াও রিটেল স্টোরে HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড়। 15 জুন পর্যন্ত চলবে এই অফার।
Nokia ওয়েবসাইট থেকে Nokia 3.2 কেনার সময় LAUNCHGIFT প্রোমো কোড ব্যবহার করে 1,000 টাকার গিফট কার্ড পাওয়া যাবে। পরে এই ওয়েবসাইট থেকে কেনাকাটায় এই গিফট কার্ড রিডিম করা যাবে। এছাড়াও ফোন কেনার ছয় মাসের মধ্যে ফোনের ডিসপ্লেতে কোন সমস্যা হলে তা বদলে দেবে কোম্পানি।
Nokia 3.2 ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম। Nokia 3.2 ফোনে থাকবে একটি 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে থাকছে একটি Snapdragon 429 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Nokia 3.2 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য Nokia 3.2 তে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য Nokia 3.2 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM রেডিও, Micro-USB আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন