Nokia 8.1 ফোনে থাকছে 6.18 ইঞ্চি HDR10 ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, Snapdragon 710 চিপসেট, Android 9.0 Pie আর 3,500 mAh ব্যাটারি।
Nokia 8.1 এ রয়েছে Snapdragon 710 চিপসেট
সম্প্রতি সস্তা হয়েছে Nokia 8.1। এই ফোনের 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টের দাম করেছে। ইতিমধ্যেই ভারতে অফিশিয়াল Nokia ওয়েবসাইট থেকে নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন। দুটি ভেরিয়েন্টের দাম 7,000 টাকা কমেছে। যাবে। Nokia 8.1 ফোনে থাকছে 6.18 ইঞ্চি HDR10 ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, Snapdragon 710 চিপসেট, Android 9.0 Pie আর 3,500 mAh ব্যাটারি।
লঞ্চের সময় 6GB RAM/ 128GB স্টোরেজে Nokia 8.1 ফোনের দাম ছিল 29,999 টাকা। 7,000 টকা সস্তা হয়ে 22,999 টাকায় এই ফোন পাওয়া যাচ্ছে। এছাড়াও 4GB RAM / 64GB স্টোরেজে Nokia 8.1 এর দাম ছিল 26,999 টাকা। এই ভেরিয়েন্টের দামও 7,000 টাকা কমেছে। মাত্র 19,999 টাকায় এই ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। তবে Amazon.in থেকে আরও কম দামে কেনা যাবে Nokia 8.1। এই দুই ভেরিয়েন্ট যথাক্রমে 23,850 টাকা আর 19,250 টাকা দামে কেনা যাবে ইকমার্স ওয়েবসাইটটি থেকে।
| ফোন | নতুন দাম | পুরনো দাম | পার্থক্য |
|---|---|---|---|
| Nokia 8.1 (4GB + 64GB) | 19,999 টাকা | 26,999 টাকা | 7,000 টাকা |
| Nokia 8.1 (6GB + 128GB) | 22,999 টাকা | 29,999 টাকা | 7,000 টাকা |
সস্তা হওয়ার সাথেই অফিশিয়াল Nokia ওয়েবসাইট থেকে থাকছে 4,000 টাকা গিফট কার্ড আর একবার বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা। 9 মাসের নো কস্ট ইএমআই পাওয়া যাবে।
ডুয়াল সিম Nokia 8.1 এ Android Pie অপারেটিং সিস্টেম চলবে। Nokia 8.1 এ রয়েছে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
Nokia 8.1 এ রয়েছে 12MP+13MP Zeiss ডুয়াল ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় EIS ও OIS সাপোর্ট থাকবে। ফোনের সামনে থাকছে 20MP সেলফি ক্যামেরা।
কানেন্টিভিটির জন্য Nokia 8.1 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac সাথে VoWiFi, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, BeiDou, FM রেডিও, USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia 8.1 এ রয়েছে 3500 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Raja Saab OTT Release Reportedly Leaked Online: What You Need to Know Prabhas Starrer Movie
Joto Kando Kolkatatei Now Streaming on Zee 5: Everything You Need to Know About This Bengali Mystery Film Online
Fire Force Season 3 Part 2 Now Streaming on Crunchyroll: Know Everything About This Season Finale