Nokia 9 PureView ফোনে রয়েছে একটি 5.99 ইঞ্চি QHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snaodragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনের পিছনে রয়েছে পাঁচটা ক্যামেরা।
ভারতে আসছে Nokia 9 PureView
জানুয়ারি মাসে বার্সেলোনায় লঞ্চ হয়েছিল Nokia 9 PureView। অবশেষে ভারতে আসছে এই স্মার্টফোন। Nokia 9 PureView এর পিছনে রয়েছে পাঁচটি ক্যামেরা। সম্প্রতি কোম্পানির ট্যুইটার হ্যান্ডেল থেকে ভারতে Nokia 9 PureView লঞ্চের খবর জানানো হয়েচজে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পাঁচটি রিয়ার ক্যামেরার এই ফোনের টিজার ভিডিও প্রকাশ করেছে Nokia।
মার্কিন যুক্তরাষ্ট্রে Nokia 9 PureView এর দাম শুরু হচ্ছে 699 মার্কিন ডলার (প্রায় 49,700 টাকা) থেকে। এই ফোনের পিছনে থাকছে পাঁচটি ক্যামেরা। নীল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Explore much more than meets the eye with the power of 5. Ultimate focal length control on the Nokia 9 PureView. Coming soon. #ExploreEveryDetail pic.twitter.com/l9RUWaGpH1
— Nokia Mobile India (@NokiamobileIN) July 4, 2019
Nokia 9 PureView ফোনে রয়েছে একটি 5.99 ইঞ্চি QHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snaodragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনের পিছনে রয়েছে পাঁচটা ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে Zeiss সার্টিফিকেশন। Nokia 9 PureView ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে তিনটি 12 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর দুটি 12 মেগাপিক্সেল RGB সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।
Nokia 9 PureView ফোনে রয়েছে IP67 সার্টিফিকেশন। অর্থাৎ জল অথবা ঝুলোয় এই ফোনের ক্ষতি হবে না। কানেক্টিভিটির জন্য রি ফোনে থাকছে Wi-Fi 5, Bluetooth 5.0 আর NFC। ফোনের ভিতরে থাকছে একটি 3.320 mAh ব্যাটারি। থাকছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। Nokia 9 PureView ফোনে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক আর একটি USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India