Photo Credit: Suomimobiili
ইতিমধ্যেই এই বছরে বিশ্বজুড়ে একাধিক প্রোডাক্ট লঞ্চ করেছে HMD Global। এবার এক রিপোর্টে জানা গেল একটি ফ্ল্যাগশিপ ফোন বানাতে ব্যাস্ত কোম্পানিটি। নতুন এই ফ্ল্যাগশিপের নাম Nokia A1 Plus। এই ফোনে থাকবে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট এন্সার আর Snapdragon 845 চিপসেট। এর সাথেই Nokia 9 নামে একটি ফ্ল্যাগশিপ লঞ্চের খবর পাওয়া গিয়েছে। এই ফোনেও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। অনেকেই মনে করছে Nokia 9 আর Nokia A1 Plus দুটি একই ফোন।
উইনফিউচারে এক রিপোর্টে জানানো হয়েছে Nokia A1 Plus নামে একটি ফ্ল্যাগশিপ বানানোর কাজ করছে HMD Global। Foxconn এর সাথে হাত মিলিয়ে ইউরোপের বাজারে এই ফোন লঞ্চের পরিকল্পনা করা হচ্ছে। আর এই খবর সত্যি হলে খুব শিঘ্রই ইউরোপের বাজারে আবার Nokia র ফ্ল্যাগশিপ দেখা যাবে।
এই রিপোর্টে দাবি করা হয়েছে Nokia A1 Plus এ থাকবে Snapdragon 845 চিপসেট। এর সাথেই এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। Vivo X21ফোনে এই একই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করা হয়েছে। রিপোর্টে আরও জানানো হয়েছে এই স্মার্টফোনে OLED ডিসপ্লে থাকবে। LG এই OLED প্যানেলটি বানাবে বলে জানা গিয়েছে। Nokia A1 Plus এ Android P চলবে বলে জানা গিয়েছে।
ক্যামেরায় একটু সমস্যাহওয়ার জন্য এই ফোনের লঞ্চ পিছাতে হয়েছে কোম্পানিকে। এবার আগস্ট বা সেপ্টেম্বরে Nokia A1 Plus ফোন লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।
Nokia A1 Plus আর Nokia 9 যদিও একই ফোন গয় তবে এই ফোনে থাকবে 8GB RAM, 256GB স্টোরেজ, 3900 mAh ব্যাটারি, 6.01 ইঞ্চি ডিসপ্লে, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ট্রিপল ক্যামেরা সেন্সার, 18 ক্যারাট গোল্ড ফিনিশ ব্যাক প্যানেল আর IP68 রেটিং। এই ফোনের রিয়ার ক্যামেরায় Carl Zeiss অপ্টিক্সের সাথেই 41MP, 20MP আর 9.7MP সেন্সার থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন