Photo Credit: Nothing
Nothing Phone 3 এর ডিজাইনে যুক্ত হয়েছে গ্লিফ ম্যাট্রিক্স
Nothing Phone 3 নিয়ে আজ যাবতীয় জল্পনার অবসান ঘটতে চলেছে। কারণ ফোনটি লঞ্চ হতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এটি নাথিং কোম্পানির "প্রথম সত্যিকারের ফ্ল্যাগশিপ স্মার্টফোন" হিসেবে আসবে বলে দাবি করা হচ্ছে। ডিজাইন থেকে শুরু করে ফিচার্সে একাধিক চমক থাকবে। লঞ্চের আগেই, ফোনটির ক্যামেরা এবং চিপসেটের বিবরণ প্রকাশ করেছে সংস্থা। Nothing Phone 3 এর ব্যাক প্যানেলে সিগনেচার গ্লিফ ইন্টারফেসের পরিবর্তে গ্লিফ ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, যা আসলে ক্ষুদ্র ক্ষুদ্র এলইডি আলোর একটি কম্প্যাক্ট ক্লাস্টার। Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে এই প্রিমিয়াম ফোনটির সম্ভাব্য দাম থেকে শুরু করে স্পেসিফিকেশন ও ফিচার্সের খুঁটিনাটি তুলে ধরা হল।
নথিং ফোন 3 আজ, মঙ্গলবার, জুলাই 1 সন্ধ্যা 6 টায় (ভারতীয় সময় রাত 10:30 টায়) ভারত তথা বিশ্বব্যাপী লঞ্চ করা হবে। 'নাথিং ইভেন্ট: কাম টু প্লে' নামে এই লঞ্চ ইভেন্টটি লন্ডনে অবস্থিত কোম্পানির সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। দর্শকরা কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লঞ্চ সরাসরি দেখতে পারবেন। অথবা, এটি আপনি নীচের এমবেড করা ভিডিয়োর মাধ্যমে এখানেও দেখতে পারেন।
আসল দাম এখনও গোপন রাখা হলেও, নাথিং-এর সিইও কার্ল পেই আপকামিং Nothing Phone 3-এর দামের রেঞ্জ প্রকাশ করেছেন। ফ্ল্যাগশিপ মডেল হওয়ার কারণে দাম হবে প্রায় 800 ব্রিটিশ প্রাউন্ড (প্রায় 90,000 টাকা), যা পূর্ববর্তী মডেলের দামের প্রায় দ্বিগুণ। উল্লেখ্য, Nothing Phone 2 ভারতে 44,999 টাকায় লঞ্চ হয়েছিল। এটি ছিল 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য।
রিপোর্ট অনুসারে, Nothing Phone 3-তে 120Hz রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সহ 6.7 ইঞ্চির LTPO OLED স্ক্রিন থাকবে। ফটোগ্রাফির জন্য, পিছনে ট্রিপল ক্যামেরা থাকবে বলে নিশ্চিত করা হয়েছে, যার হাইলাইট হল 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর। এছাড়া, একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্সও সেটআপের অংশ হবে বলে জল্পনা রয়েছে। এই ফোনে 5,150mAh ব্যাটারি থাকতে পারে যা 100W ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ওয়্যারলেস এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং বৈশিষ্ট্যও থাকতে পারে।
Snapdragon 8s Gen 4 প্রসেসরের সাথে আসবে এই ফোন। এটি গত বছর লঞ্চ হওয়া Snapdragon 8+ Gen 1 পরিচালিত Nothing Phone 2 এর তুলনায় 36 শতাংশ বেশি CPU পারফরম্যান্স সরবরাহ করবে। আবার GPU এবং NPU পারফরম্যান্সের দিক থেকে, যথাক্রমে 88 শতাংশ ও 60 শতাংশ এগিয়ে। ইতিমধ্যেই সফটওয়্যার আপডেট পলিসি নিয়ে বড় ঘোষণা করেছে কোম্পানি। Nothing Phone 3 পাঁচটি মেজর Android আপগ্রেড এবং 7 বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে জানানো হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন