OnePlus 15 is Confirmed to Feature Snapdragon 8 Elite Gen 5 Chip
Photo Credit: OnePlus
OnePlus 15 অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ভারতে লঞ্চ হচ্ছে। এটি দেশের প্রথম স্মার্টফোন যা Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 5 চিপসেটের সঙ্গে আসছে। Amazon-এর ওয়েবসাইটে আসন্ন ফ্ল্যাগশিপ ফোনটির ল্যান্ডিং পেজ লাইভ আছে। সেখানে নভেম্বর 13 সন্ধ্যা সাতটায় লঞ্চ ও রাত আটটা থেকে সেল শুরু হওয়ার কথা উল্লেখ আছে। অফিসিয়াল লঞ্চের এক দিন আগেই, ডিভাইসটির দাম ফাঁস হয়েছে। এটি একটি অনলাইন শপিং প্ল্যাটফর্মে দেখা গেছে, আর সেখান থেকেই দাম প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি, OnePlus 15 এর অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল 165 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে।
Beebom রিলায়েন্স ডিজিটালের ওয়েবসাইটে OnePlus এর লিস্টিং দেখতে পেয়েছে। সেখানে ফোনটির 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ 72,999 টাকা উল্লেখ করা ছিল। এটি আল্ট্রাভায়োলেট কালার অপশনে লিস্টেড ছিল। যদিও পেজটি এখন সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু গুগল ক্যাশে রয়ে গেছে। সেই কারণে এখনও সার্চ করলে রিলায়েন্স ডিজিটালের ওয়েবসাইটে আরও লিস্টিং দেখা যাচ্ছে। যেমন, 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের ইনফিনিট ব্ল্যাক কালারের দাম 79,999 টাকা দেখা যাচ্ছে।
যদি লিস্টিং সঠিক হয়, তাহলে OnePlus 15 ব্র্যান্ডের সবচেয়ে দামি নন-ফোল্ডেবল স্মার্টফোন হবে। উল্লেখ্য, পূর্বসূরী OnePlus 13 চলতি বছর জানুয়ারিতে ভারতে 69,9999 টাকা দামে (12 জিবি + 256 জিবি) লঞ্চ হয়েছিল। অন্য দিকে, 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল 76,999 টাকা। তবে কোম্পানি লঞ্চ অফারের মাধ্যমে ফোনটির প্রাথমিক দাম কম রাখার চেষ্টা করবে বলে আশা করা যায়।
এদিকে, Gadgets 360 জানতে পেরেছে যে, iQOO 15 এর দাম ভারতে 60,000 টাকার আশেপাশে থাকবে। তবে এর মধ্যে লঞ্চ অফার অর্ন্তভুক্ত থাকবে। অফার বাদ দিলে, দাম 60,000 টাকার উপরে হতে পারে। 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ হওয়ার সম্ভাবনা। এটি নভেম্বর 26 লঞ্চ হবে।
OnePlus 15 এর স্পেসিফিকেশনের কথা বললে, এটি 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে দিয়ে সজ্জিত, যা 165 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ও 330 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। ফোনে 120W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,300mAh ব্যাটারি রয়েছে। এই ফ্ল্যাগশিপের পিছনে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। এটি গ্লেসিয়ার কুলিং সিস্টেম, G2 গেমিং চিপ, IP69, ও IP69K-স্তরের জল এবং ধুলোরোধী ক্ষমতা পেয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.