OnePlus 15 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আসছে
Photo Credit: Weibo/ Digital Chat Station
ওয়ানপ্লাস তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন, OnePlus 15 বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। চাইনিজ ব্র্যান্ডটির আসন্ন প্রিমিয়াম স্মার্টফোনে পারফরম্যান্স ও ক্যামেরা সিস্টেমে বাজিমাত করবে বলে শোনা যাচ্ছে। সংস্থা এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা না করলেও, এখন হ্যান্ডসেটটির আসল মডেলের ডিজাইন অনলাইনে ফাঁস হয়েছে। এই প্রথম OnePlus 15-এর ছবি প্রকাশ্যে এসেছে। 2022 সালে ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে শেষবার আয়তকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছিল। দুই বছর পর আবার আগেই স্টাইলে ফিরে যাচ্ছে প্রতিষ্ঠানটি। OnePlus 15 দেখতে অনেকটা OnePlus 13s-এর মতো, যা গত জুনে ভারতে লঞ্চ হয়েছে।
OnePlus 15 একটি ট্রু-গেমিং ফোন হিসেবে আসতে পারে। চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের ওয়েইবো (সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম)-তে একটি পোস্টে ফোনটির ডিজাইন প্রকাশ করেছে। জানা গিয়েছে যে, ছবিটি চীনে এলিট গেমিং লিগ ফাইনালের সময় তোলা হয়েছিল। একাধিক সাম্প্রতিক রিপোর্ট এবং জল্পনা সত্যি করে, ফোনটিকে নতুনভাবে ডিজাইন করা ব্যাক প্যানেলের সঙ্গে দেখা যাচ্ছে।
ওয়ানপ্লাস আগের ফ্ল্যাগশিপ, যেমন OnePlus 11, OnePlus 12, ও OnePlus 13 মডেলে গোলাকার ক্যামেরা মডিউল রয়েছে। কিন্তু OnePlus 15 চৌকো আকৃতির ক্যামেরা পেয়েছে, যা ফোনের পিছনের অংশে উপরের বাঁ দিকের কোণায় বসানো হয়েছে। এর ভেতরে একটি উল্লম্ব পিল-আকৃতির অংশে দুটি সেন্সর রাখা হয়েছে। এর বাইরে মডিউলের ভেতরেই তৃতীয় একটি লেন্স ও এলইডি ফ্ল্যাশ বসানো হয়েছে। OnePlus 13s ছাড়াও, Oppo Reno 14 সিরিজেও একই রকম দেখতে ক্যামেরা মডিউল রয়েছে।
রিপোর্ট অনুসারে, OnePlus 15 ফোনটিতে 6.78 ইঞ্চি ফ্ল্যাট LTPO OLED ডিসপ্লে থাকতে পারে যা 165 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে বলে আশা করা হচ্ছে। হাই রিফ্রেশ রেট মোবাইলে গেম খেলার সময় দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স দেবে। এটি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে চলবে। ডিভাইসটিতে 7,000mAh বিশাল ব্যাটারি থাকতে পারে, যা 100W ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
প্রসঙ্গত, ওয়ানপ্লাস 15 কোম্পানির প্রথম ফোন হতে চলেছে যা নিজস্ব ক্যামেরা ইঞ্জিন ব্যবহার করতে চলেছে। এটি ফটো ও ভিডিও প্রসেসিং ক্ষমতা আরও উন্নত করতে সাহায্য করবে। উন্নত অ্যালগরিদম কম আলোতেও ভালো মানের ছবি তোলা যাবে। ক্যামেরা ইঞ্জিন ছবির ডাইনামিক রেঞ্জও নিখুঁতভাবে উপস্থাপন করবে। এতে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে প্রাইমারি, আল্ট্রা-ওয়াইড এবং ৩x অপটিক্যাল জুম সহ টেলিফটো সেন্সর মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.