OnePlus 15 vs iPhone 17: Comparison
OnePlus 15 ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন হিসেবে লঞ্চ হয়েছে। এটি বর্তমানে অন্যতম সেরা Android ফোন ও Apple iPhone 17-এর মতো প্রিমিয়াম ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতা করবে। ডিভাইসটি হাই-পারফরম্যান্স এবং গেমিং-এর দিকে বেশি গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে। এই ফোনের মুখ্য আকর্ষণের মধ্যে রয়েছে 120W ফাস্ট চার্জিং, 7,300mAh ব্যাটারি, সর্বোচ্চ স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, এবং 165 হার্টজ রিফ্রেশ রেট। অন্য দিকে, iPhone 17 মডেলটিও ক্যামেরা ও কর্মদক্ষতার দিক থেকে অনন্য। চলুন দাম, স্পেসিফিকেশন, এবং ফিচারের ভিত্তিতে OnePlus 15 ও iPhone 17-এর মধ্যে তুলনা দেখে নেওয়া যাক।
OnePlus 15 এর সামনে একটিটি 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 165 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2772 x 1272 পিক্সেল), ডলবি ভিশন, 1,800 নিট পিক ব্রাইটনেস, HDR10+, ও 330 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 কভার আছে।
অন্য দিকে, iPhone 17 এর সামনে 6.3 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 3,000 নিট ব্রাইটনেস, ও 2,622 x 1,206 পিক্সেল রেজোলিউশন সমর্থন করে। এর স্ক্রিনে সেরামিক শিল্ড 2 কোটিং রয়েছে৷ এটি IP68 সার্টিফায়েড হওয়ার ফলে জল এবং ধুলো থেকে সুরক্ষিত৷ তবে OnePlus 15 আরও উচ্চ-মানের ওয়াটার রেজিস্ট্যান্ট (IP69 + IP69K)৷
OnePlus 15 এর পিছনে ট্রিপল ক্যামেরা সিস্টেম আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Sony IMX906 মেইন ক্যামেরা, 3.5x অপটিক্যাল জুম এবং f/2.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Samsung S5KJN5 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 116 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত৷ ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
iPhone 17 ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে। এতে সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.6 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল ফিউশন সেন্সর ও এবং ম্যাক্রো ক্ষমতা সমৃদ্ধ 48 মেগাপিক্সেল ফিউশন আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আছে৷ সামনে 18 মেগাপিক্সেল সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা বর্তমান। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ওয়ানপ্লাস 15 স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 4.60 গিগাহার্টজ পিক ক্লক স্পিডের একটি অক্টা-কোর চিপ যা দু'টি পারফরম্যান্স কোর ও ছয়টি এফিশিয়েন্সি কোর নিয়ে গঠিত। আইফোন 17 মডেলটি Apple-এর নিজস্ব A19 বায়োনিক চিপ দ্বারা পরিচালিত। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে সিঙ্গেল কোর টেস্টে আইফোনের প্রসেসর এগিয়ে, যেখানে মাল্টি-কোর টেস্টে স্ন্যাপড্রাগন বাজিমাত করেছে। তবে কোনটি ভাল তা ব্যবহারকারীর প্রয়োজনের উপর নির্ভর করছে। গেমিং বা ভিডিও এডিট করার মতো কাজে স্ন্যাপড্রাগন বেশি উপযোগী৷ অন্য দিকে, দৈনন্দিন কাজ মসৃণভাবে সম্পন্ন করার জন্য A19 উপযুক্ত।
OnePlus 15-এ 7,300mAh ব্যাটারি আছে যা 120W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি 15 মিনিট এবং 40 মিনিটের মধ্যে যথাক্রমে 0-50 ও 50-100 শতাংশ চার্জ হয়ে যায়। Apple কখনও iPhone মডেলের ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে আনে না, তবে iPhone 17 ফুল চার্জে 30 ঘন্টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
OnePlus 15 এর বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের দাম ভারতে 72,999 টাকা। 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে 79,999 টাকা খরচ হবে। অন্য দিকে, iPhone 17 মডেলটির দাম শুরু হচ্ছে 82,990 টাকা (256 জিবি)। 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 1,02,900 টাকা।
আপনি দুই ফোনের মধ্যে কোনটা কিনবেন, তা সম্পূর্ণ আপনার বাজেট, প্রয়োজন, এবং পছন্দের প্ল্যাটফর্মের উপর নির্ভর করছে। যদি আপনার কাছে ক্যামেরা, কমপ্যাক্ট ডিজাইন, প্রাইভেসি, দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট, ও iOS প্রাধান্য পায়, তাহলে iPhone 17-এর বিকল্প নেই। কিন্তু যদি আপনার Android ভাল লাগে, হাই-রিফ্রেশ রেটে গেম খেলতে চান বা বড় ব্যাটারি চান, তাহলে OnePlus 15 উপযোগী।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.