OnePlus Ace 6T is confirmed to feature a 8,300mAh battery
Photo Credit: OnePlus
OnePlus Ace 6T চীনে ডিসেম্বর 3 লঞ্চ হচ্ছে। ব্র্যান্ডের তরফে লঞ্চ তারিখ অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। আবার এই ফোনটি নাম পাল্টে OnePlus 15R নামে ডিসেম্বর 17 ভারতে রিলিজ হওয়ার কথা রয়েছে। এটি বাজারের প্রথম স্মার্টফোন যা Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা পরিচালিত হবে। এটি একটি ফ্ল্যাগশিপ কিলার চিপসেট যা সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ পর্যায়ের পারফরম্যান্স প্রদান করবে। ওয়ানপ্লাস তাদের আসন্ন ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। OnePlus Ace 6T এর মুখ্য আকর্ষণ হবে 8,300mAh ব্যাটারি ও 165 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে।
কোম্পানির দাবি, ওয়ানপ্লাস এস 6টি ব্যবহারকারীদের 165 ফ্রেম পার সেকেন্ড (FPS)-এ টানা 3 ঘন্টা বেশ কিছু মোবাইল গেম খেলতে দেবে। ডিভাইসটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 30.56 লক্ষ (3.56 মিলিয়ন) স্কোর করেছে। এটি IP68 + IP69 + IP69K স্তরের জল এবং ধুলোরোধী ক্ষমতার সঙ্গে আসছে। সিকিউরিটির জন্য, এতে 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
OnePlus Ace 6T স্ট্যান্ডার্ড বাইপাস পাওয়ার সাপ্লাই ফিচারে সজ্জিত থাকবে। এটি ফ্ল্যাগশিপ OnePlus 15 মডেলটির জাইরোস্কোপ সেন্সর ব্যবহার করবে। ফোন অতিরিক্ত গরম হওয়া আটকাতে গ্লেসিয়ার কুলিং সিস্টেম থাকবে। হ্যান্ডসেটটির পিছনে স্কোয়ার ক্যামেরা মডিউল থাকবে যার মধ্যে একজোড়া ক্যামেরা সেন্সর অবস্থান করবে। ফোনটি ব্ল্যাক, গ্রীন, ও ভায়োলেট কালার অপশনে উপলব্ধ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.