OnePlus Ace 6T মডেলে 8,000mAh ব্যাটারি থাকার কথা নিশ্চিত করেছে কোম্পানি। এটি OnePlus 15 ও OnePlus Ace 6-এর যথাক্রমে 7,500mAh এবং 7,800mAh ব্যাটারির থেকেও বেশি পাওয়ারফুল। এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
OnePlus Ace 6T ক্লাসিক OnePlus 6T-এর আদলে তৈরি হচ্ছে। সাত বছর আগে লঞ্চ হওয়া এই ফোন তার সময়ের অন্যতম জনপ্রিয় হ্যান্ডসেট হিসেবে পরিচিত। Genshin Impact সঙ্গে হাত মিলিয়ে ওয়ানপ্লাস আসন্ন ফোনটির একটি স্পেশাল এডিশন মডেল লঞ্চ করতে পারে।