OnePlus 15R ভারতে দু'টি স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে।
Photo Credit: OnePlus
OnePlus 15R is confirmed to feature a 32-megapixel selfie camera
OnePlus 15R ও OnePlus Pad Go 2 ভারতে আসতে আর মাত্র দুই দিন বাকি। এটি OnePlus 15-এর পর ব্র্যান্ডের আরও একটি হাই-পারফরম্যান্স ফোন ও 2025 সালের শেষ লঞ্চ করা প্রোডাক্ট। ওয়ানপ্লাস ইতিমধ্যেই নিশ্চিত করেছে, ডিভাইসটি চীনের বাইরে তাদের সবথেকে বড় ব্যাটারি চালিত স্মার্টফোন হতে চলেছে। এছাড়াও, অফিসিয়াল লঞ্চের পূর্বে একের পর এক ফিচার্স প্রকাশ করছে তারা। কিন্তু এবার সংস্থার ঘোষণার আগেই OnePlus 15R-এর দাম ফাঁস হয়ে গিয়েছে। হ্যান্ডসেটটি ফ্ল্যাগশিপ-স্তরের হার্ডওয়্যার ও অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে আসবে। কিন্তু মূল্য হবে তুলনামূলকভাবে কম।
টিপস্টার পারস গুগলানির X পোস্ট অনুসারে, OnePlus 15R দু'টি স্টোরেজ কনফিগারেশনের লঞ্চ হতে পারে। বেস 12 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজের দাম 47,000 টাকা থেকে 49,000 টাকার মধ্যে থাকবে। অন্য দিকে, টপ 12 জিবি + 512 জিবি মডেলের দাম 52,000 টাকা অতিক্রম করতে পারে।
ওই টেক ব্লগার আরও জানিয়েছেন, দামের মধ্যে ব্যাংক সংক্রান্ত অফার অর্ন্তভুক্ত নেই। কেনার সময় নির্দিষ্ট কিছু পেমেন্ট অপশনে ক্রেতারা অতিরিক্ত ছাড় পেতে পারেন। ক্রেডিট বা ডেবিট কার্ডের উপর নির্ভর করে 3,000 টাকা থেকে 4,000 টাকা পর্যন্ত বাড়তি ডিসকাউন্ট পাওয়া যেতে পারে বলে দাবি করা হয়েছে।
ওয়ানপ্লাস 15-এর সামনে AMOLED ডিসপ্লে থাকবে। এটি 165Hz রিফ্রেশ রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, এবং 450 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করবে। ফোনটি 7,400mAh ব্যাটারি দ্বারা পরিচালিত হবে। সংস্থার দাবি, এটি চার বছর ব্যবহারের পরেও কমপক্ষে 80 শতাংশ ক্ষমতা ধরে রাখবে। এতে 80W ফাস্ট চার্জিং প্রযুক্তি মিলবে।
OnePlus 15 দেশের প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর-যুক্ত স্মার্টফোন। সঙ্গে G2 WiFi চিপ ও একটি টাচ রেসপন্স চিপ যুক্ত থাকবে। ডিভাইসটি ডুয়াল ব্যাক ক্যামেরার সঙ্গে আসছে। পিছনের ক্যামেরা 120 ফ্রেম প্রতি সেকেন্ডে (FPS) 4K ভিডিও রেকর্ড করতে পারবে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে।
কোম্পানি জানিয়েছে যে OnePlus 15R একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে। এটি এখনও পর্যন্ত ব্র্যান্ডের R সিরিজের মডেলে দেওয়া সবথেকে উন্নত ফ্রন্ট ক্যামেরা, যা অটোফোকাস প্রযুক্তি সমর্থন করবে। এর ফলে সেলফি ঝাপসা হবে না৷ ফ্রন্ট ক্যামেরায় 4K রেজোলিউশনে 30fps ভিডিও রেকর্ড করার সুবিধা থাকছে।
OnePlus 15R জল ও ধুলো থেকে IP66, IP68, IP69, এবং IP69K-স্তরের প্রটেকশন প্রদান করবে। এটি চারকোল ব্ল্যাক ও মিন্ট গ্রীন কালার অপশনের পাশাপাশি Ace এডিশনে (ইলেকট্রিক ভায়োলেট) উপলব্ধ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
CES 2026: Asus ProArt PZ14 With Snapdragon X2 Elite SoC Launched Alongside Zenbook Duo and Zenbook A16
Lenovo Legion Go 2 SteamOS Version Revealed at CES 2026, Will Be Available From June 2026