OnePlus 15T পাওয়ারফুল 7,500mAh ব্যাটারির সাথে বাজারে আসতে পারে।
Photo Credit: OnePlus
OnePlus 15T is Expected to be The Successor to the OnePlus 13T
OnePlus 13T গত বছর এপ্রিলে Snapdragon 8 Elite চিপসেটের সাথে চীনে লঞ্চ হয়েছে। ফ্ল্যাগশিপ ফোনটি পরবর্তীতে OnePlus 13s নামে ভারত ও গ্লোবাল মার্কেটে রিলিজ হয়। এখন স্মার্টফোনটির উত্তরসূরী মডেলের বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গিয়েছে যে, OnePlus 15T (OnePlus 15s) কোয়ালকমের প্রিমিয়াম গ্রেড Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত হবে। ডিভাইসটির ব্যাটারি ডিপার্টমেন্টে বড় আপগ্রেড আসার ইঙ্গিতও দেওয়া হয়েছে। এটি OnePlus 15R ও OnePlus 15-এর মতো 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটটি OnePlus 15 লাইনআপের তৃতীয় মডেল হতে চলেছে।
জনপ্রিয় চীনা টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, ওয়ানপ্লাস 15টি মডেলের ক্যামেরা সেটআপে একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স (Samsung JN5) ব্যবহার করতে পারে কোম্পানি। ফোনের মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেল সেন্সর থাকবে। অর্থাৎ এটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট অফার করবে। ফোনে হাই পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দেওয়া হবে। ফোনটি মেটাল ফ্রেমে তৈরি হবে।
OnePlus 15T পাওয়ারফুল 7,500mAh ব্যাটারির সাথে বাজারে আসতে পারে। তুলনাস্বরূপ, OnPlus 13T মডেলে 6,260mAh ব্যাটারি ছিল। আবার 2025 সালের শেষে লঞ্চ হওয়া OnePlus 15 এবং OnePlus 15R যথাক্রমে 7,300mAh ও 7,400mAh ব্যাটারি অফার করে। ফোনের সামনে 6.3 ইঞ্চি LTPS ডিসপ্লে প্যানেল থাকবে। এটি 1.5K রেজোলিউশন ও 165 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
OnePlus 15T কবে বাজারে আসবে বা দাম কেমন হতে পারে, তা এখনও জানা যায়নি। তবে গত বছরের প্যাটার্ন অনুসরণ করে বলা যায়, এপ্রিল বা মে। এটি রিব্র্যান্ডেড হয়ে OnePlus 15s নামে ভারতে বিক্রি হতে পারে। উল্লেখ্য, একের পর এক বড় ব্যাটারির স্মার্টফোন লঞ্চ করছে ওয়ানপ্লাস। যেমন, OnePlus Turbo 6 ও Turbo 6V আগামীকাল চীনে মুক্তি পাচ্ছে। OnePlus Turbo 6 সিরিজ সংস্থার প্রথম স্মার্টফোন, যেখানে 9,000mAh ব্যাটারি ব্যবহার হয়েছে।
OnePlus Turbo 6 ফোনেও 165 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। ডিভাইসটির পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। এটি 4K ভিডিও রেকর্ড সাপোর্ট করবে। সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনটির 9,000mAh ব্যাটারি 80W ফাস্ট চার্জিং ও 22W রিভার্স ওয়্যার্ড চার্জিং প্রযুক্তির সঙ্গে আসছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New Life Is Strange Game From Square Enix Leaked After PEGI Rating Surfaces